Ranveer Trolls Alia : দীপিকা নয়, আপনি কি জানেন রণবীরের জীবনে 'জিনিয়াস অব দ্য ইয়ার' কে?
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
কফি উইথ করণের সপ্তম সিজন শুরু হয়েছে ৭ জুলাই। ডিজনি প্লাস হটস্টারে দেখা যাচ্ছে শোটি। এবার শুধু বলিউড সেলিব্রিটিরাই নন, দেখা যাবে বিজয় দেবেরকোন্ডা, সামান্থা রুথ প্রভুর মতো দক্ষিণ ভারতীয় সুপারস্টারদেরও। টক শো-এর প্রথম পর্বে উপস্থিত ছিলেন বলিউডের পটাকা গুড্ডি আলিয়া ভাট এবং বাজিরাও রণবীর সিং। গলি বয়ের পর ফের দেখা যাবে এই জুটিকে তাঁদের আগামী ছবি "রকি অর রানি কি প্রেম কাহানি"-তে। ছবিটি পরিচালনা করবেন করণ জোহর।
আরও পড়ুন: রণবীরই আমার স্বপ্নের সহ-অভিনেতা: বানি কাপুর
আমরা সকলেই কফি উইথ করণের বেশ কিছু প্রোমো দেখেছি। এবং সেগুলি নিয়ে নেটিজেনদের মধ্যে ইতিমধ্যেই শোরগোল পরে গিয়েছে। তারমধ্যে একটা জিনিস আমাদের বিশেষ ভাবে চোখে পড়েছে।
advertisement
করণ জোহর আলিয়াকে ৩০ সেকেন্ডের মধ্যে তার বিয়ের বিষয়ে কথা বলতে বলেন কিন্তু তিনি প্রশ্নটি না বুঝেই কথা বলতে শুরু করেন। তিনি বলেন, "করণ জোহর কখন বিয়ে করবেন..."। তাঁকে তখবনই কেজো বাধা দেন। ঘটনার পরে করণ জোহর এবং রণবীর সিং দুজনেই হাসেন। পরবর্তীতে আলিয়া ভাটকে "জিনিয়াস অব দ্য ইয়ার" বলে ডাকেন রণবীর।
advertisement
এই প্রথম নয় যে আলিয়া ভাট ট্রোলড হয়েছেন, কফি উইথ করণের একটি পর্বে আলিয়া বরুণ ধাওয়ান এবং সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে এসেছিলেন। ব্যাকফায়ার রাউন্ডের সময় যখন তাঁকে ভারতের রাষ্ট্রপতির নাম জিজ্ঞাসা করা হয়েছিল, তখন তিনি পৃথ্বীরাজ চৌহান উত্তর দিয়েছিলেন। তিনি এর জন্য বেশ ট্রোলড হয়েছিলেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজেকে বর্তমান সময়ের অন্যতম সফল অভিনেত্রী হিসাবে প্রতিষ্ঠিত করেছেন। বি-টাউনে ডার্লিং তিনি।
Location :
First Published :
July 12, 2022 12:30 AM IST