Vaani Kapoor to Ranbir Kapoor: রণবীরই আমার স্বপ্নের সহ-অভিনেতা: বানি কাপুর

Last Updated:
#মুম্বই: ২০১৮-এ শেষবার রাজকুমার হিরানির সঞ্জুতে দেখা গিয়েছিল রণবীর কাপুরকে। ৪ বছর বাদে সামশেরা ছবির মধ্যে দিয়ে একেবারে গ্র্যাণ্ড এনট্রি হচ্ছে বলিউডের রকস্টারের। ছবিতে রণবীরের সহকর্মী হিসেবে দেখা যাবে সঞ্জয় দত্ত এবং বানি কাপুরকে। যদিও প্রথমবারের মতো পর্দায় দেখা যাবে এই জুটিকে। এই জুটির ঝলক কিন্তু ইতিমধ্যেই বলিপাড়ায় শোরগোল ফেলে দিয়েছে। এখন তো জল্পনা আরও তুঙ্গে, বানি জানিয়েছেন রণবীরই আমার স্বপ্নের সহ-অভিনেতা।
সম্প্রতি একটি সাংবাদিক বৈঠকে বানি বলেছেন, রণবীর ভীষণ ঠাণ্ডা এবং শান্ত। তিনি আরও বলেন, "তিনি আমার স্বপ্নের সহ-অভিনেতা। যে কোনও সহ-অভিনেতারই মতামত একই থাকবে নিশ্চয়ই। এছাড়াও অন্যদিকে তিনি প্রচণ্ড পরিমানে নম্র। স্ক্রিনে জ্বলজ্বল করেন এমন এক ব্যক্তি। রণবীরের মধ্যে নির্দিষ্ট এক চার্ম রয়েছে।" রণবীরের সঙ্গে কাজ করার যে অভিজ্ঞতা তা তিনি খুব গর্ব করেই বলেন।
advertisement
advertisement
সিনেমায় বানির চরিত্রের নাম হবে সোনা, এই চরিত্রটি তাঁর অন্য সব চরিত্র থেকে একেবারেই আলাদা। অনবদ্য ভাবে লেখা হয়েছে চরিত্রটি। সোনা চরিত্রটি সামশেরায় একটা নতুন শক্তি জুড়েছে। অভিনেত্রী জানিয়েছেন, "সিনেমাটি দেখলে বুঝবেন, প্রতিটি স্তরে স্তরে নতুন রহস্য খুঁজে পাবেন।"
advertisement
প্রসঙ্গত রণবীর কাপুরকে প্রথমবার সঞ্জয় দত্তের সঙ্গে একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে। আগামী ২২ জুলাই সিনেমাটি হলে দেখা যাবে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Vaani Kapoor to Ranbir Kapoor: রণবীরই আমার স্বপ্নের সহ-অভিনেতা: বানি কাপুর
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement