Ranbir Kapoor: 'সেই দু'জনের সঙ্গে প্রেম করায় আমার চরিত্রে দাগ পড়ে গেল...' কাদের কথা বললেন রণবীর?
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
আলিয়া ভাটকে বিয়ে করে এখন সুখী সংসার রণবীরের। ফুটফুটে কন্যা রাহার পিতাও তিনি। অভিনেত্রী আলিয়াও কৃতজ্ঞ রণবীরকে স্বামী হিসাবে পেয়ে। কারণ, আলিয়ারও কৈশোর থেকে মন জুড়ে ছিলেন রণবীর। ক্রাশকে বিয়ে করতে পারলে কার না ভাল লাগে!
মুম্বই: লিউডের অন্যতম সফল এবং জনপ্রিয় অভিনেতা রণবীর কপুর। তবে সিনেমার চর্চায় যত না শিরোনামে থাকেন, তার থেকে বেশি রণবীরকে নিয়ে কথা হয় তাঁর প্রেমের সম্পর্ক নিয়ে। বহু নায়িকারই গোপন ক্রাশ তিনি। সম্পর্কেও থেকেছেন বহু নারীর সঙ্গে। কখনও দীপিকা পাড়ুকোন কখনও ক্যাটরিনা কাইফের সঙ্গে রণবীরের প্রেম নিয়ে মায়ানগরীর আনাচেকানাচে কথা হত। অনুরাগীরা এখনও সে সব মনে রেখেছেন।
যদিও আলিয়া ভাটকে বিয়ে করে এখন সুখী সংসার রণবীরের। ফুটফুটে কন্যা রাহার পিতাও তিনি। অভিনেত্রী আলিয়াও কৃতজ্ঞ রণবীরকে স্বামী হিসাবে পেয়ে। কারণ, আলিয়ারও কৈশোর থেকে মন জুড়ে ছিলেন রণবীর। ক্রাশকে বিয়ে করতে পারলে কার না ভাল লাগে! আলিয়া মনে করেন রণবীরকে নিজের করে পাওয়া তাঁর সৌভাগ্য। আর রণবীর? সম্প্রতি এক টেলিভিশন শোতে এসে মুখ খোলেন ‘অ্যানিম্যাল’-এর নায়ক। জানালেন অতীতের কথা। কী ভাবে প্রেমের চক্করে চরিত্রের ইমেজ বদলে গিয়েছিল অভিনেতার?
advertisement
রণবীর জানান, তিনি ভীষণ সফল দুই অভিনেত্রীর সঙ্গে প্রেম করেছেন। তাঁর কথায়, “অবশ্যই আমি দু’জন সফল অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে থেকেছি। সেই দু’জনের সঙ্গে প্রেম করায় আমার চরিত্রে কালি পড়ল। আমায় ক্যাসানোভা বলা হত। জীবনের একটা বড় সময় ধরে শুনে যেতে হয়েছিল আমি প্রতারক। এখনও সেই ছাপ্পা যায়নি ।” নাম না নিলেও সেই দুই সফল অভিনেত্রীর নাম সকলেই আন্দাজ করেছেন।
advertisement
advertisement
দীপিকা পাড়ুকোন এবং রণবীর কাপুরের রোম্যান্স বলিউডের সবচেয়ে আলোচিত সম্পর্কগুলির মধ্যে একটি। ২00৮ সালের ছবি ‘বাচনা আয়ে হাসিনো’-র শুটিং করার সময় তাঁরা একে অপরের প্রেমে পড়েছিলেন। দীপিকা এতই ডুবেছিলেন প্রেমে যে নিজের ঘাড়ে রণবীরের আদ্যক্ষর ট্যাটু করিয়েছিলেন। প্রায়ই একসঙ্গে দেখা যেত তাঁদের। প্রায় দুই বছর প্রেম করার পর ২০০৯ সালে ভেঙে যায় সম্পর্ক। গুজব ছড়িয়ে পড়ে যে রণবীর ক্যাটরিনার প্রেমে পড়ে দীপিকাকে ঠকিয়েছেন।
advertisement
রণবীর কাপুরের ডেটিং সাগায় পরবর্তী ছিলেন ক্যাটরিনা কাইফ। ২০১০ থেকে ২০১৬ সাল পর্যন্ত তাঁদের দুরন্ত প্রেম ভক্তদের রোমাঞ্চিত করেছে। ২০০৯ সালে ‘আজব প্রেম কি গজব কাহানি’র সেটে প্রেমে প্রেন তাঁরা। একসঙ্গে থাকতেও শুরু করেছিলেন। বিয়ে করার কথাও শোনা গিয়েছিল, তবু কোনও কারণে সম্পর্ক টেকেনি।
advertisement
শেষমেশ রণবীর হলেন আলিয়ার স্বামী। ২০২২ সালের ১৪ এপ্রিল আলিয়ার সঙ্গেই বাঁধা পড়েন রণবীর। সেই থেকে তিনি ঘোরতর সংসারী। রাহাকে কোলে নিয়ে স্ত্রীর হাত ধরে বিভিন্ন অনুষ্ঠানে প্রকাশ্যে আসেন রণবীর। শেষ তাঁকে দেখা গিয়েছিল ‘অ্যানিম্যাল’ ছবিতে। এর পর দেখা যাবে ‘রামায়ণ’-এ।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 22, 2024 8:01 PM IST