#মুম্বই: এই বছরের সবচেয়ে প্রতীক্ষিত প্রেমের গান 'কেশরিয়া' এখন দেখতে পাবেন ইউটিউবে।'ব্রহ্মাস্ত্র' টিজারে একটু ক্লিপিং দেখা গিয়েছিল, তাই নিয়েই ভক্তদের মধ্যে হইচই পরে গিয়েছিল। আজ মুক্তি পেল পুরো গানটা। রণবীর কাপুর-আলিয়া ভাটের রোম্যান্সে পাগল নেটদুনিয়া। সেই গান উদ্বোধন উপলক্ষেই আলিয়া ভাট এবং পরিচালক অয়ন মুখোপাধ্যায় আজ রবিবার ভক্তদের সঙ্গে একটি ইনস্টাগ্রাম লাইভ সেশন করেন। সেই লাইভেই স্ত্রী আলিয়ার সঙ্গে অংশগ্রহণ করতে দেখা গেছে রণবীর কাপুরকে।
রণবীরকে আচমকা দেখে ভক্তদের সে কী উত্তেজনা! আলিয়া খানিকটা লজ্জায় লালই হয়ে গেলেন।"আমার মনে নেই শেষ কবে একটি গানের জন্য এতটা প্রত্যাশা ছিল। তাই আমি সত্যিই নিজেকে ভাগ্যবান মনে করছি," রণবীর বলেন। এই গানটিকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই একটা হাইপ তৈরি হয়ে গিয়েছে। রিল থেকে ছোট্ট করে নাচের স্টেপ তৈরি হয়ে গিয়েছে। আজ সেই গানের রিলিজ।
অন্যদিকে আলিয়া বলেন, "আমরা আসলে কেসরিয়া মিউজিক ভিডিওটি প্রকাশ করার জন্য আমাদের ছবিমুক্তির প্ল্যান পরিবর্তন করেছি।"
প্রীতমের সুর করা, অমিতাভ ভট্টাচার্যের লেখা এবং অরিজিৎ সিং গেয়েছেন ট্র্যাকটি, অপূর্ব এই গানটি এতটাই স্মৃতিমধুর যে কানের মধ্যে রয়ে যাবে।
আরও পড়ুন: রণবীরের নতুন জীবন দর্শন! আগামী ১৫ বছরের জন্য গুরুত্বপূর্ণ পরিকল্পনা কাপুর পুত্রের
মুক্তির আগে অয়ন জানিয়েছিলেন যে গানটি পরে প্রকাশ করবেন তিনি। তার পোস্টে তিনি লিখেছেন, "সত্যি বলতে, আমি সর্বদা কল্পনা করতাম যে আমরা ব্রহ্মাস্ত্রের প্রথম গান হিসাবে শিব সম্পর্কে একটি গান লঞ্চ করব… কিন্তু কেশরিয়া টিজারের পর এত হিট ছিল যে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এটাকে আগে রিলিজ করে দেওয়া হোক (নাহলে সবাই আমাদের মেরে ফেলবে)! এবং এখন আমি এটা অন্যভাবে ভাবতে পারি না... কারণ কেশরিয়া শিব এবং ঈশার সম্পর্ক… এবং তাদের প্রেম, যা ব্রহ্মাস্ত্রের মূল বিষয়…!"
আরও পড়ুন: ঋতুপর্ণা না থাকলে সেদিন 'ইচ্ছে'র ডানা মেলে শিবপ্রসাদের যাত্রা শুরু হত না সিনেমা জগতে
লাইভ চ্যাটের সময়, আলিয়া বলেছিলেন যে গানটির রণবীরের সঙ্গে তাঁর প্রেমের গল্পের একটি বিশেষ ব্যক্তিগত সংযোগ রয়েছে। তিনি বলেন, মাসাইমারাতে রণবীর আমাকে জিজ্ঞেস করেছিলেন, 'আলিয়া আমাদের গান কী?' আমাদের কাছে এমন কোনও গান নেই নিজেদের। কিন্তু, অয়ন তুমি আমাদের কেশরিয়া দিয়েছ।"
পরিচালক গানের বিভিন্ন সংস্করণ সম্পর্কে ভক্তদের একটি বিশ্লেষণ করেন। "প্রতিটি সংস্করণের একটি আলাদা পরিচয় রয়েছে এবং আমরা সেগুলির প্রতিটিতে আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি," এমনটাই বলেছেন অয়ন মুখোপাধ্যায়৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Alia Bhatt, Ranbir Kapoor