Ranbir Alia Wedding: ১৮ বছরের সম্পর্ক রণবীর আলিয়ার! বিয়ের পরেই সামনে এল মারাত্মক তথ্য...
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Ranbir Alia Wedding: একটি সাক্ষাৎকারে, বনসালি জানিয়েছিলেন যে তিনি আলিয়াকে তাঁর এবং রণবীরের একটি ছবি উপহার দিয়েছিলেন যা ব্ল্যাকের অডিশন দেওয়ার সময় তোলা হয়েছিল।
#মুম্বই: সাত পাকে বাঁধা পড়েছেন রণবীর-আলিয়া৷ বিয়ের সাজে নবদম্পতির দিক থেকে চোখ ফেরানো যাচ্ছিল না৷ আপাতত রণবীর আর আলিয়া দু'জনেই আছেন দেশের দুই প্রান্তে। ‘রকি অউর রানি’র শ্যুটে আলিয়া রাজস্থানে আর রণবীর কাপুর হিমাচলে ‘অ্যানিমাল’-এর শ্যুটে৷
পাঁচ বছর প্রেমের সম্পর্কে লিপ্ত থাকলেও তাঁদের সম্পর্ক কিন্তু আরও আগে থাকে৷ ১৮ বছর আগে তোলা আলিয়া ভাট এবং রণবীর কাপুরের প্রথম ছবি রবিবার ভাইরাল হয়। আলিয়া রণবীরের কাঁধে মাথা রেখেছেন। তাদের বাড়ির এক কোণে রাখা আছে ছবির ফ্রেম। ছবিটি কখন তোলা হয়েছিল তা স্পষ্ট না হলেও এই বছরের শুরুতে সঞ্জয় লীলা বনসালি যে ছবির বর্ণনা দিয়েছিলেন তার সঙ্গে এটি মিলে যায়। একটি সাক্ষাৎকারে, বনসালি জানিয়েছিলেন যে তিনি আলিয়াকে তাঁর এবং রণবীরের একটি ছবি উপহার দিয়েছিলেন যা ব্ল্যাকের অডিশন দেওয়ার সময় তোলা হয়েছিল।
advertisement
advertisement
এই ছবি দেখে অনুরাগীরা নিজেদের সামলে রাখতে পারছেন না৷ এর মাঝে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে আরও একটি ছবি৷ ছবিতে দেখা যাচ্ছে রণবীর আলিয়াকে কাছছাড়া করতে চাইছেন না৷ ছবিটি অন্য কেউই শেয়ার করেননি৷ করেছেন আলিয়ার মা সোনি রাজদানের বোন- টিনা রাজদান৷ আলিয়া একটি উজ্জ্বল কমলা রঙের সালোয়ার কামিজ বেছে নিয়েছেন, আর রণবীর একটি বেইজ কুর্তা পরেছেন। ছবিতে রয়েছেন মহেশ ভাট, শাহীন ভাট, সোনি রাজদান, টিনা রাজদান, নীতু কাপুর, ঋদ্ধিমা কাপুর সাহনি এবং তার মেয়ে সামাইরা। রয়েছেন রিমা জৈন এবং নিতাশা নন্দাও রয়েছেন৷
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 25, 2022 8:56 AM IST