Ranbir Alia wedding : নিন্দুকদের মুখে ছাই দিয়ে রণবীর-আলিয়ার বিয়েতে হাজির দেবলীনা! ভাইরাল সেই ছবি
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Ranbir Alia wedding : রালিয়ার বিয়েতে উপস্থিত ছিলেন টলি অভিনেত্রী দেবলীনা কুমারও। দেবলীনা সেই ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ারও করেছেন।
#কলকাতা: হইহই করে মুম্বইয়ের পালি হিলসে রণবীরের বাড়ি বাস্তুতে কাল হয়ে গেল রণবীর ও আলিয়া ভাটের বাড়ি। কিন্তু আরব সাগরের তীরের হেভি ওয়েট বিয়ের আসর উঠে এল কলকাতাতেও। অবাক হচ্ছেন? কলকাতাতেও একই সময়ে বসেছিল রালিয়ার বিয়ের আসর। উপস্থিত ছিলেন বর ও কনেও। রালিয়ার বিয়েতে উপস্থিত ছিলেন টলি অভিনেত্রী দেবলীনা কুমারও।
দেবলীনা সেই ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ারও করেছেন। টোপর মাথায় রণবীর আর বেনারসীতে আলিয়া। তবে আসল রক্ত মাংসের রণবীর আলিয়া নয়। তাঁদের পুতুল তৈরি করে বিয়ে দেওয়া হল। এই উদ্যোগ নেয় টিউটোপিয়া লার্নিং অ্যাপ ও বালিগঞ্জ ২১ পল্লী দুর্গোৎসব সমিতি। কলকাতায় রালিয়ার বিয়ের এই ছবি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেখানেই উপস্থিত ছিলেন দেবলীনা কুমার।
advertisement
দেবলীনা আলিয়া ও রণবীরের পুতুলের সামনে বসে ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, "নিন্দুকদের মুখে ছাই দিয়ে আমি গিয়েছিলাম আলিয়া রণবীরের বিয়েতে।" ছবিটি দেখে হাসির রোল উঠেছে নেট দুনিয়ায়। তবে এখানেই শেষ নয়। রণবীর আলিয়ার পাশে ছিলেন করিনা ও করিশমাও। আসল নয়। দুই মহিলার স্যাশে-তে করিনা ও করিশমার নাম লেখা। সমস্ত রীতি মেনেই রণবীর ও আলিয়ার বিয়ে দেওয়া হয়। এলাকার মানুষও এই বিয়ের আসরে উপস্থিত ছিলেন। রীতিমতো হই হই করে এলাকার মানুষ এই বিয়েতে মেতেছিলেন।
advertisement
advertisement
advertisement
প্রসঙ্গত, আলিয়া ও রণবীরের ভক্তের সংখ্যা অসংখ্য। আর তাঁদের জন্যই বিয়ের পর কাল ক্যামেরার সামনে প্রকাশ্যে আসেন নবদম্পতি। দুজনেই এদিন পরেছিলেন সব্যসাচী মুখোপাধ্য়ায়ের ডিজাইন করা পোশাক। তবে লাল লেহেঙ্গা নয়। আলিয়া এদিন বেছে নেন সাদা ও সোনালির কম্বিনেশনে শাড়ি। নবদম্পতি রূপে রালিয়াকে দেখে মুগ্ধ নেটিজেন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 15, 2022 2:39 PM IST







