Rajkumar Rao weds Patralekha : ওড়নায় সোনালি জরিতে বোনা ভালবাসার সমর্পণ, রাজকুমারের সঙ্গে সপ্তপদী পত্রলেখা
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Rajkumar Rao weds Patralekha : চণ্ডীগড়ে পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের সামনে নতুন জীবন শুরু করলেন এই তারকা দম্পতি৷
চণ্ডীগড় : সাতপাকে বাঁধা পড়লেন রাজকুমার রাও এবং পত্রলেখা (Rajkumar Rao weds Patralekha )৷ চণ্ডীগড়ে পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের সামনে নতুন জীবন শুরু করলেন এই তারকা দম্পতি৷ তাঁরা এক দশকেরও বেশি সময় ধরে লিভ ইন সম্পর্কে ছিলেন (Rajkumar Rao and Patralekha Relationship)৷
বিয়ের (Rajkumar Rao and Patralekha wedding) ছবি শেয়ার করে রাজকুমার সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘‘অবশেষে ১১ বছরের ভালবাসা, প্রেম, বন্ধুত্ব এবং আনন্দের পর আমি বিয়ে করলাম৷ যাকে বিয়ে করলাম, সে আমার সব, আমার আত্মার সঙ্গী, আমার সেরা বন্ধু এবং আমার পরিবার৷ পত্রলেখা, তোমার স্বামী হিসেবে পরিচিত হওয়ার থেকে আনন্দ আজ আমার কিছুতেই নেই৷ এখন থেকে শুরু করে চিরকাল...এবং তার পরেও৷’’
advertisement
আরও পড়ুন : গোপন সেলিব্রেশন, বিয়ের তৃতীয় জন্মদিনে কোথায় 'উড়ে' গেলেন দীপিকা-রণবীর? দেখুন
বিয়ের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন পত্রলেখাও৷ ছবির সঙ্গে তাঁর বার্তা, ‘‘আজ আমার সবকিছুর সঙ্গে আমার বিয়ে হল, আমার প্রেমিক, আমার সবকিছুর সঙ্গী, আমার পরিবার, আমার আত্মার সঙ্গী...শেষ ১১ বছর ধরে আমার শ্রেষ্ঠ বন্ধু৷ তোমার স্ত্রী হওয়ার থেকে গভীর অনুভূতি আজ আমার অন্য কিছুতেই নেই৷ এখন থেকে শুরু করে চিরকাল...’’
advertisement
advertisement
কয়েক বছর আগে নিজেদের প্রেমপর্ব নিয়ে মুখ খুলেছিলেন পত্রলেখা৷ নেটমাধ্যমে বলেছিলেন, ‘‘আমাদে সম্পর্ক ছিল জাদুর মতো৷ ওঁর প্যাশনে মুগ্ধ হয়ে আমার শ্রদ্ধা হয়েছিল৷ আমাদের কাজ, সিনেমার প্রতি ভালবাসা, প্যাশন নিয়ে আমরা কথা বলে যেতাম...জীবনের সংগ্রামপর্বে ওকে কোনওদিন হার মানতে দেখিনি৷ এর পর আর কী করে একে অন্যের প্রেমে না পড়ে থাকব?’’
advertisement
আরও পড়ুন : টম্যাটোর দাম কত? কপিলের শো-তে রানি মুখোপাধ্যায়ের জবাব শুনে চোখ কপালে ভক্তদের!
শিলঙের প্রবাসী বাঙালি পত্রলেখা পালের বলিউডের ছবিতে আত্মপ্রকাশ রাজকুমার রাওয়ের বিপরীতেই৷ ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘সিটিলাইটস’-এ তাঁদের অভিনয় প্রশংসিত হয়েছিল৷ এ ছাড়াও তিনি অভিনয় করেছেন ‘লভ গেমস’, ‘বদনাম গলি’, ‘নানু কি জানু’-সহ কিছু ছবিতে৷
তবে ছবিতে নয়, বাঙালিনীকে এক বিজ্ঞাপনে দেখে রাজকুমার মুগ্ধ হয়েছিলেন৷ ‘নিউটন’, ‘আলিগড়’, ‘লভ সেক্স অউর ধোকা’-র অভিনেতা তখনই তাঁকে বিয়ে করবেন বলে ঠিক করেছিলেন৷ এর পর তাঁদের সম্পর্ক ক্রমেই দৃঢ় হয়েছে ভালবাসা ও বিশ্বাসের বন্ধনে৷ নিজেদের প্রেমকে দীর্ঘ সময় দিয়ে অবশেষে আবদ্ধ হলেন সপ্তপদীতে৷
advertisement
আরও পড়ুন : পত্রলেখাকে এভাবে প্রোপোজ করে চমকে দিলেন রাজকুমার, অসম্ভব প্রেমের এনগেজমেন্টের ভিডিও দেখুন...
তাঁদের বিয়ের সাজও স্নিগ্ধ ও জমকালো৷ রাজকুমার পরেছিলেন সাদা শেরওয়ানি, গোলাপি উত্তরীয় এবং লাল পাগড়ি৷ পাগড়ির সঙ্গে মিলিয়ে পত্রলেখা সেজেছিলেন লাল লেহঙ্গায়৷ গলায় ভারী চোকার, কানে মানানসই ঝুমকো, কপালে চওড়া টায়রা এবং সলাজ মুখে টানা নথ৷ হাতে ভারী গয়নার পাশে উঁকি দিচ্ছে সাদা শাঁখা ও লাল পলা৷ মাথার ওড়নার পাড়ে সোনালি সুতোয় বোনা, ‘আমার পরান ভরা ভালোবাসা আমি তোমায় সমর্পণ করিলাম৷’
advertisement
ব্যস্ত সূচির মাঝেই বিয়ে সেরে ফেললেন তাঁরা৷ রাজকুমার রাওয়ের আগামী কাজের মধ্যে আছে ‘বধাই দো’, ‘মনিকা’ এবং ‘ও মাই ডার্লিং’৷ তাঁর সাম্প্রতিক কাজের মধ্যে অন্যতম ‘হম দো হমারে দো’, ‘দ্য হোয়াইট টাইগার’ এবং ‘রুহি’৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 15, 2021 9:09 PM IST