Raj Subhashree: লাইভ গান ধরলেন শুভশ্রী... মধ্যরাতে জমজমাট বার্থ ডে সেলিব্রেশন রাজের! দুরন্ত গতিতে ভাইরাল ভিডিও

Last Updated:

Raj Subhashree: রাজের জন্মদিনের বিশেষ দিনটিকেই তাঁর ভ্যালেন্টাইন ডে আখ্যা দিয়ে সকাল সকাল ঘোষণা করেন স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। সেখানেই শেষ নয়, দিন শেষে দেন মন ছুঁয়ে যাওয়া সারপ্রাইজ।

রাজ চক্রবর্তীর জন্মদিনে শুভশ্রীর সারপ্রাইজ গিফট
রাজ চক্রবর্তীর জন্মদিনে শুভশ্রীর সারপ্রাইজ গিফট
#কলকাতা: টলিগঞ্জের প্রথম সারির পরিচালক তথা তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) জন্মদিন। আজ সাতচল্লিশ বছরে পা দিলেন তিনি আর সেই জন্মদিন উদযাপনে মাতলেন (Viral Video) তার ভালোবাসার মানুষ শুভশ্রী (Raj Subhashree)। রাজের জন্মদিনের বিশেষ দিনটিকেই তাঁর ভ্যালেন্টাইন ডে আখ্যা দিয়ে সকাল সকাল ঘোষণা করেন স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। সেখানেই শেষ নয়, দিন শেষে দেন মন ছুঁয়ে যাওয়া সারপ্রাইজ।
গতকাল ঘড়ির কাঁটা বারোটা পেরোতেই শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছে রাজের ইনবক্স। পাশাপাশি গতকাল ভোর রাত থেকেই চলছে তার জন্মদিন পালন। ইতিমধ্যে সেইসব পার্টির ছবি ভাইরাল। শত ব্যস্ততার মধ্যেও জন্মদিনের আগের রাত পরিবার ও বন্ধুদের সাথেই কাটাতে দেখা গেল রাজ চক্রবর্তীকে (Viral Video)। মধ্যরাতে কেক কেটে চললো সেলিব্রেশন। বরের জন্মদিন আরো স্পেশাল করে তুললেন শুভশ্রী (Subhashree Ganguly)।
advertisement
advertisement
advertisement
জানা গিয়েছে সল্টলেকের অভিজাত এক রেস্তোরাঁয় বসে ছিল তার জন্মদিনের আসর। আর সেখানেই জন্মদিনের সবচেয়ে বড় সারপ্রাইজ দিয়েছেন স্ত্রী শুভশ্রী। বরের জন্মদিন স্পেশাল (Viral Video) করে তুলতে সকলের মাঝে রেস্তোরাঁতেই লাইভ গান ধরেছিলেন তিনি (Raj Subhashree)। পাশে গিটারে সঙ্গত দিয়েছিলেন জিৎ গঙ্গোপাধ্যায়।
advertisement
সোমবারই সোশ্যাল মিডিয়ায় রাজ চক্রবর্তীর সঙ্গে নিজের ছবি পোস্ট করে শুভশ্রী (Subhashree Ganguly) লেখেন, “আজ আমার ভ্যালেন্টাইন’স ডে (Valentine's Day)। কারণ আজ আমার ভালবাসার জন্মদিন। আমার জীবনের সেরা পাওনা তুমি। জন্মদিনের অনেক শুভেচ্ছা। তোমার সমস্ত ইচ্ছে যেন পূর্ণ হয়।” লেখার শেষে ভালবাসার ইমোজিও ব্যবহার করেন তিনি।
advertisement
টলিপাড়ায় গুঞ্জন বলে ২০১৬ সালে ‘অভিমান’ সিনেমার শুটিং করার সময় রাজ-শুভশ্রীর (Raj Chakraborty Subhashree Ganguly) প্রেম শুরু হয়েছিল। ২০১৮ সালের মার্চে শুভশ্রীর (Subhashree Ganguly) সঙ্গে বাগদান পর্ব সারেন রাজ। সেবছরই ১১ মে বিয়ে সারেন। পরিচালক-অভিনেত্রীর বিয়ে উপলক্ষ্যে সেজে উঠেছিল বাওয়ালি রাজবাড়ি।
advertisement
২০২০ সালে জন্ম হয় ছেলে যুবানের। তারপর ভোটে জিতে বিধায়কও হন রাজ চক্রবর্তী। বিয়ের তিন বছর পূর্ণ রয়েছে গত বছর। অতিমারী পরিস্থিতিতে তেমন কোনও সেলিব্রেশন করেননি রাজ-শুভশ্রী(Raj Chakraborty Subhashree Ganguly)। কিন্তু ভালবাসা অটুট রয়েছে দুই তারকার মধ্যেই।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Raj Subhashree: লাইভ গান ধরলেন শুভশ্রী... মধ্যরাতে জমজমাট বার্থ ডে সেলিব্রেশন রাজের! দুরন্ত গতিতে ভাইরাল ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement