Raj Kapoor's Bungalow: মুম্বইয়ের অভিজাত এলাকায় রাজ কপূরের নজরকাড়া বাংলো বিক্রি হয়ে গেল ১০০ কোটিতে
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Raj Kapoor's Bungalow: কত টাকায় এই বাংলো কেনা হয়েছে, তা জানা না গেলেও শোনা যাচ্ছে বাংলোর ক্রয়মূল্য পৌঁছেছে ১০০ কোটিতে
মুম্বই : মালিকানা বদল হল মুম্বইয়ে চেম্বুরে রাজ কপূরের বাংলোর। প্রায় এক একর জায়গা জুড়ে বিস্তৃত জমি-সহ এই বাংলো কিনে নিল এক নামী রিয়েল এস্টেট সংস্থা। শুক্রবার সংস্থার তরফে এই খবর জানানো হয়েছে। তবে কত টাকায় এই বাংলো কেনা হয়েছে, তা জানা না গেলেও শোনা যাচ্ছে বাংলোর ক্রয়মূল্য পৌঁছেছে ১০০ কোটিতে।
কপূর পরিবারের আইনত উত্তরাধিকারীর কাছ থেকে এই সম্পত্তি কিনে নেয় ওই সংস্থা। মনে করা হচ্ছে এই প্রকল্প থেকে ৫০০ কোটি টাকার রাজস্ব তারা পাবে। রাজ কপূরের বড় ছেলে রণধীর কপূর জানিয়েছেন এই বাংলোর সঙ্গে তাঁদের পরিবারের চার প্রজন্মের আবেগ ও ইতিহাস জড়িয়ে আছে। তাঁদের আশা, ভাল কাজে ব্যবহৃত হবে এই জমি।
advertisement
আরও পড়ুন : স্মৃতি ইরানির মেয়ের বিয়ের রিসেপশনে অতিথি শাহরুখ, একতা, জিতেন্দ্র, রইল চাঁদের হাটের বর্ণময় ছবি
অভিজাত দেওনার ফার্ম রোডে দাঁড়িয়ে থাকা এই বাংলোটি চেম্বুরের অন্যতম দামী ও নজরকাড়া বাড়ি। মনে করা হচ্ছে খুব দ্রুত ওই বাংলোর জমিতে বিলাসবহুল বহুতল নির্মাণের কাজ শুরু হবে। ২০২০ সালের জানুয়ারি মাসে চেম্বুরে আর কে স্টুডিয়োজ কিনে নেয় এই একই সংস্থা। সেখানেও বিলাসবহুল আবাস প্রকল্পই হচ্ছে।
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 18, 2023 7:16 PM IST