হোম /খবর /বিনোদন /
স্মৃতি ইরানির মেয়ের বিয়ের রিসেপশনে অতিথি শাহরুখ, একতা, জিতেন্দ্র, রইল ছবি

Smriti Irani's Daughter's Reception: স্মৃতি ইরানির মেয়ের বিয়ের রিসেপশনে অতিথি শাহরুখ, একতা, জিতেন্দ্র, রইল চাঁদের হাটের বর্ণময় ছবি

Smriti Irani's Daughter's Reception: বাস্তবেও শাশুড়ি হলেন অতীতে পর্দার তুলসি, বর্তমানের কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি

  • Share this:

মুম্বই : বাস্তবেও শাশুড়ি হলেন অতীতে পর্দার 'বহু' তুলসি, বর্তমানের কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। চলতি মাসের গোড়ায় রাজস্থানে অর্জুন ভাল্লাকে বিয়ে করেছেন স্মৃতির মেয়ে শ্যানেল। বিয়ের কিছু দিন পর মুম্বইয়ে রিসেপশন পার্টি দেন স্মৃতি। সেখানে হাজির ছিলেন টিনসেল টাউনের বড় পর্দা ও টেলিভিশনের তারকারা। শাহরুখ খান, একতা কপূর ছিলেন অতিথি অভ্যাগতদের মধ্যে। 'কিঁউকি সাস ভি কভি বহু থি' ধারাবাহিকে স্মৃতির সহ-অভিনেতাদের মধ্যে রিসেপশনে আমন্ত্রিত ছিলেন রনিত রয় এবং মৌনী রায়।

দু দশক আগে একতা কপূরের ধারাবাহিক 'কিঁউকি সাস ভি কভি বহু থি’ -তে তুলসি ভিরানির চরিত্রে অভিনয় করে আকাশছোঁয়া খ্যাতি ও জনপ্রিয়তা পান স্মৃতি। তাঁর মেয়ের বিয়ের রিসেপশনে হাজির ছিলেন একতা এবং তাঁর বাবা বর্ষীয়ান অভিনেতা জিতেন্দ্র। সোশ্যাল মিডিয়ায় রিসেপশনের ছবি শেয়ার করে নববিবাহিত দম্পতি এবং স্মৃতিকে অভিনন্দন জানান একতা। আনন্দসন্ধ্যার বর্ণময় ছবি শেয়ার করেছেন মৌনীও। তিনি রিসেপশনে হাজির ছিলেন তাঁর স্বামী সুরজ নাম্বিয়ার।

View this post on Instagram

A post shared by mon (@imouniroy)

আরও পড়ুন : বায়ুসেনার বিমানে ১২ টি চিতা দক্ষিণ আফ্রিকা থেকে পৌঁছল মধ্যপ্রদেশে

'কিঁউকি সাস ভি কবি বহু থি' ধারাবাহিকে স্মৃতির বিপরীতে দীর্ঘ দিন মিহির ভিরানির চরিত্রে অভিনয় করেছিলেন রনিত রয়। তিনি স্মৃতিকন্যার বিয়ের রিসেপশনের ছবি শেয়ার করে স্মরণ করেছেন স্মৃতির সঙ্গে তাঁর দীর্ঘ বন্ধুত্বের কথাও। ছবিতে দেখা গিয়েছে আর এক জনপ্রিয় অভিনেতা রবি কিষেণকে।

View this post on Instagram

A post shared by EktaaRkapoor (@ektarkapoor)

২০০৩ সালে বিজেপি-তে যোগ দেন স্মৃতি ইরানি। তার পর চলেছে তাঁর ব্যস্ত রাজনৈতিক জীবন। রাজনীতিক জীবনের প্রথম কয়েক বছর তিনি অভিনয়ও করেছেন। একাধিক মন্ত্রকের মন্ত্রী হয়ে দায়িত্ব সামলেছেন দক্ষতার সঙ্গে।

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: Shahrukh Khan, Smriti Irani