Cheetahs from South Africa: বায়ুসেনার বিমানে ১২ টি চিতা দক্ষিণ আফ্রিকা থেকে পৌঁছল মধ্যপ্রদেশে
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Cheetahs from South Africa: এ বার তাদের হেলিকপ্টারে নিয়ে যাওয়া হবে মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে
গোয়ালিয়র : দেশে ফের চিতার আগমন। নামিবিয়ার পর এ বার চিতা এল দক্ষিণ আফ্রিকা থেকে। মোট ১২ টি চিতা শনিবার এসে পৌঁছয় মধ্যপ্রদেশে। বায়ুসেনার বিমানে এক ডজন শ্বাপদ এসেছে গোয়ালিয়র বায়ুসেনা ঘাঁটিতে। এ বার তাদের হেলিকপ্টারে নিয়ে যাওয়া হবে মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে।
দক্ষিণ আফ্রিকা থেকে এসে পৌঁছনো চিতাগুলির মধ্যে ৭ টি পুরুষ এবং ৫ টি স্ত্রী চিতা। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদবের উপস্থিতিতে চতুষ্পদগুলিকে ছেড়ে দেওয়া হবে তাদের কোয়ারান্টাইন এনক্লোজারে।
বন দফতরের আধিকারিকরা জানিয়েছেন আগত চিতাদের জন্য মোট ১০ টি কোয়ারান্টাইন এনক্লোজার তৈরি করা হয়েছে। ভারতীয় বন্যপ্রাণ আইন অনুযায়ী, বিদেশ থেকে আসা এই প্রাণীদের ৩০ দিন থাকতে হবে আইসোলেশনে।
advertisement
advertisement
For the first time in history, South Africa will be translocating 12 cheetahs to India as part of an initiative to expand the cheetah meta-population & to reintroduce the mammals in the country.#SACheetahstoIndia pic.twitter.com/HvKpEHUDBa
— Environmentza (@environmentza) February 17, 2023
advertisement
আরও পড়ুন : আজ মহাশিবরাত্রির পুণ্যতিথি, জেনে নিন কোন প্রহরে কোন উপকরণে পুজো করবেন দেবাদিদেবের
গত বছর সেপ্টেম্বরে নামিবিয়া থেকে ভারতে এসেছিল ৮ টি চিতা। নিজের জন্মদিন অর্থাত ১৭ সেপ্টেম্বর চিতাগুলিকে কুনো জাতীয় উদ্যানে মুক্ত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নামিবিয়া থেকে আসা চিতাগুলি এখন আছে ৬ বর্গকিমি এলাকা জুড়ে বিস্তৃত হান্টিং ক্লোজারে। খুব শীঘ্র তাদের ছেড়ে দেওয়া হবে ঘন জঙ্গলে।
advertisement
আরও পড়ুন : কিছুতেই বাড়বে না মহিলাদের ওজন, শুধু মানুন বিশেষজ্ঞের বলে দেওয়া এই সহজ পরিবর্তন
প্রসঙ্গত ভারতে চিতার প্রজাতি সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায় ১৯৫২ সালে। আবার এই প্রজাতিকে সংরক্ষণের চেষ্টা চলছে। সেই উদ্দেশেই বিদেশ থেকে আনা হচ্ছে প্রাণীগুলিকে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 18, 2023 12:31 PM IST