Women's Healthy Weight: কিছুতেই বাড়বে না মহিলাদের ওজন, শুধু মানুন বিশেষজ্ঞের বলে দেওয়া এই সহজ পরিবর্তন
- Published by:Arpita Roy Chowdhury
- trending desk
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Women's Healthy Weight: সঠিক ওজন বজায় রাখতে এবং সুস্থ থাকতে কী কী করণীয়, সেই প্রসঙ্গে কথা বলছেন বেঙ্গালুরুর অ্যাস্টার সিএমআই হাসপাতালের ক্লিনিক্যাল নিউট্রিশন ডায়েটেটিক্স বিভাগের প্রধান এডুইনা রাজ।
সব কিছুর ঊর্ধ্বে স্বাস্থ্য। মহিলাদের এটা সব সময় মাথায় রাখতে হবে। আর শরীর সুস্থ রাখার জন্য ওজন সঠিক রাখা জরুরি। এর জন্য প্রতি বছর ২২ জানুয়ারি দিনটাকে মহিলাদের জন্য হেলদি ওয়েট ডে হিসেবে পালন করা হয়। এই দিন সঠিক ওজন বজায় রাখার জন্য মহিলাদের সচেতন করা হয়। আর সঠিক ওজন বজায় রাখতে এবং সুস্থ থাকতে কী কী করণীয়, সেই প্রসঙ্গে কথা বলছেন বেঙ্গালুরুর অ্যাস্টার সিএমআই হাসপাতালের ক্লিনিক্যাল নিউট্রিশন ডায়েটেটিক্স বিভাগের প্রধান এডুইনা রাজ।
দিনের শুরু:
দিনের শুরুতে এক গ্লাস ঈষদুষ্ণ জল পান করা উচিত। এতে সারা দিন ধরে হাইড্রেটেড থাকা সম্ভব। আর তার মধ্যে যদি অল্প লেবুর রস মিশিয়ে নেওয়া যেতে পারে। ফ্রুট ইনফিউজড ওয়াটারও খাওয়া যেতে পারে সকালবেলায়। এতে শরীর-স্বাস্থ্যও ভাল থাকবে।
advertisement
ব্রেকফাস্ট বাদ নয়:
গবেষণায় দেখা গিয়েছে যে, ব্রেকফাস্ট বাদ দিলে ওজন বৃদ্ধি কিংবা ওবেসিটি এবং হৃদরোগ এমনকী মৃত্যুরও আশঙ্কা তৈরি হয়। ডায়েট মেনে ব্রেকফাস্টে ঠিকঠাক স্বাস্থ্যকর খাবার খেলে সারা দিন এনার্জি ভাল থাকবে। দেহের নিউট্রিয়েন্টসের চাহিদাও পূরণ হবে। পেট অনেক ক্ষণ ভর্তি থাকে, আর বারবার খিদেও পায় না। তাই বলা হয়, ব্রেকফাস্ট দিনের সবথেকে গুরুত্বপূর্ণ খাবার।
advertisement
আরও পড়ুন : আসছে মহাশিবরাত্রি, জেনে রাখুন কোন কোন অবস্থায় সাবুদানা একদমই খাওয়া চলবে না
হাড়ের স্বাস্থ্য বজায় রাখতে পর্যাপ্ত ক্যালসিয়াম:
বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে ইস্ট্রোজেনের মাত্রা কমে যায়। এই হরমোন মেনোপজ পর্যন্ত মহিলাদের হাড়ের স্বাস্থ্য বজায় রাখে। হাড় মজবুত রাখতে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম এবং ভিটামিন ডি খেতে হবে। এর জন্য ডায়েটে যোগ করতে হবে দই, আমন্ড দুধ, সয়া, দুগ্ধজাত খাবার, শাক-সবজি, কাঁটাযুক্ত মাছ, অ্যাপ্রিকট, তিলের বীজ ইত্যাদি।
advertisement

ব্যালেন্সড ডায়েটের অভ্যাস:
আয়রন, ম্যাগনেসিয়াম, ফলিক অ্যাসিড এবং ভিটামিন বি১২-এর মতো মূল নিউট্রিয়েন্ট ডায়েটে রাখতে হবে। নিউট্রিয়েন্টে সমৃদ্ধ ব্যালেন্সড ডায়েটে থাকবে প্রোটিন, ফাইবারস কার্বোহাইড্রেট এবং ফ্যাট। যা শরীরকে সুস্থ রাখবে। এই ডায়েটে সবজি, ফল এবং হোল গ্রেনসও থাকবে। জাঙ্ক ফুড, প্রক্রিয়াজাত কাবার এবং অ্যাডেড সুগার এড়িয়ে চলতে হবে। কারণ এই সব খাবার হৃদরোগ ও ওবেসিটির ঝুঁকি বাড়ায়।
advertisement
ধূমপান এবং মদ্যপানে রাশ:
ধূমপান এবং মদ্যপান হরমোন তৈরিতে বাধা সৃষ্টি করে। এতে স্বাস্থ্যের উপরেও প্রভাব পড়ে।
ওয়ার্ক-আউট:
শরীর ভাল রাখার জন্য এক্সারসাইজ করা উচিত। সপ্তাহে পাঁচ দিন অন্তত ৩০ মিনিট করে হাঁটাহাঁটি, জগিং, দৌড়ানো, জিম, যোগাসন করা উচিত। এতে ওজন তো কমবেই, শরীর এবং মনও চাঙ্গা হবে।
advertisement
নিয়মিত হেলথ চেক-আপ:
জন্মের পর থেকে মেনোপজ পর্যন্ত মেয়েদের শরীরে একাধিক হরমোনজনিত পরিবর্তন আসে। ফলে পঁয়ত্রিশের কোঠা পেরোনোর পরেই মহিলাদের শারীরিক সমস্যা নির্ণয় কররা জন্য স্ক্রিনিং টেস্ট করা উচিত। এর পাশাপাশি রেজিস্টার্ড ক্লিনিক্যাল ডায়েটিশিয়ানের কাছে গিয়ে ডায়েট প্ল্যানও তৈরি করিয়ে নিতে হবে।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 17, 2023 1:11 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Women's Healthy Weight: কিছুতেই বাড়বে না মহিলাদের ওজন, শুধু মানুন বিশেষজ্ঞের বলে দেওয়া এই সহজ পরিবর্তন