Raima Islam Shimu : বাংলাদেশের অভিনেত্রীর রহস্যমৃত্যু! রাস্তায় উদ্ধার বস্তাবন্দি মৃতদেহ
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Raima Islam Shimu : পুলিশ সূত্রে জানা যাচ্ছে, নাটক ও চলচ্চিত্রের অভিনেত্রী শিমুর গলাতেও আঘাতের দাগ ছিল। তাই এটি হত্যাকাণ্ড বলেই পুলিশের প্রাথমিক তদন্তে উঠে আসছে।
#ঢাকা: বাংলাদেশের অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর (Raima Islam Shimu) রহস্যমৃত্যু। সোমবার দুপুরে ঢাকার কেরানীগঞ্জের হজরতপুর ব্রিজের কাছে আলিয়াপুর এলাকায় রাস্তার পাশে অভিনেত্রীর বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, নাটক ও চলচ্চিত্রের অভিনেত্রী শিমুর গলাতেও আঘাতের দাগ ছিল। তাই এটি হত্যাকাণ্ড বলেই পুলিশের প্রাথমিক তদন্তে উঠে আসছে। অভিনেত্রীর দেহ বস্তাবন্দি করে কেউ রাস্তার ধারে ফেলে রেখে যায়।
ঘটনার তদন্ত করছে পুলিশ। ইতিমধ্যেই ঘটনায় শিমুর স্বামী সহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় মূল সন্দেহভাজন শিমুর (Raima Islam Shimu) স্বামী সাখাওয়াত আমিন নোবেল। এমনই অনুমান পুলিশের। এছাড়া নোবেলের বন্ধু ফারহাদকে গ্রেফতার করা হয়েছে। জানা যাচ্ছে, রবিবার সকালে শ্যুটিংএর জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন রাইমা ইসলাম শিমু। কিন্তু বাড়ি থেকে ফোন করা হলেও তাঁকে পাওয়া যায়নি। সন্ধে হলেও তিনি বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয় সন্তানরা। এরপরে পরিবারের তরফে থানায় ডায়রি করা হয়। পরদিন অর্থাৎ সোমবার শিমুর দুই টুকরো দেহ উদ্ধার হয় রাস্তার ধারে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
advertisement
advertisement
পুলিশ এই ঘটনায় একটি গাড়ি বাজেয়াপ্ত করেছে। শিমুর স্বামী নোবেলের বিরুদ্ধে অভিযোগ এনেছেন শিমুর ভাই শহিদুল ইসলাম খোকন। তিনি এও জানিয়েছেন যে, শিমুকে তাঁর স্বামী প্রায়ই মাদকাসক্ত হয়ে মারধর করত। তবে এর পাশাপাশি আরও একটি দিক খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় উঠে আসছে বাংলাদেশের অভিনেতা জায়েদ খানের নাম। কিছুদিন আগে নাকি শিমু জায়েদ খানের সঙ্গে বচসায় জড়িয়েছিলেন। সেই বিষয়ের সঙ্গে হত্যাকাণ্ডের যোগ আছে কি না তদন্ত করে দেখা হচ্ছে। যদিও বাংলাদেশের এক সংবাদমাধ্যমের কাছে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন জায়েদ খান।
advertisement
প্রসঙ্গত, কাজী হায়াতের 'বর্তমান' ছবির মাধ্যমে শিমু (Raima Islam Shimu) অভিনয় কেরিয়ার শুরু। এর পরে বহু ছবি ও নাটকে কাজ করেছেন শিমু। বর্তমানে তিনি এক বেসরকারি টিভি চ্যানেলের মার্কেটিং বিভাগে কাজ করছিলেন। পাশাপাশি তাঁর নিজস্ব একটি প্রযোজনা সংস্থা আছে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 18, 2022 4:52 PM IST