Prosenjit Chatterjee's Son: গর্বিত বাবা, জীবনের মাইলস্টোন পার ছেলে মিশুকের, ভিডিওয়ে সুখবর জানালেন প্রসেনজিৎ
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Prosenjit Chatterjee's Son: ইউরোপে কেটেছে স্কুলজীবন। তারপর দক্ষিণ ভারতের কোদাইকানাল ইন্টারন্যাশনাল স্কুল থেকে পরবর্তী পড়াশোনা করেছেন তিনি। আর আজ সেখান থেকেই স্নাতক হলেন তৃষাণজিৎ ওরফে মিশুক।
কলকাতা: গর্বে বুক ফুলে উঠল বাবার। ছোট্ট ছেলেটা আজ কত বড় হয়ে গেল। শিক্ষাক্ষেত্রে পরিবারের নামোজ্জ্বল করলেন তিনি। বাবা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ছেলে তৃষাণজিৎ চট্টোপাধ্যায়। ছেলে জীবনের এক গুরুত্বপূর্ণ মাইলস্টোন পেরতেই গর্বিত বাবা সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে সুখবর দিলেন।
Today I stand as a proud father as my son, Mishuk , graduates and I’m glad to be a part of such an important moment in his life. Congratulations, my son! The future is yours to conquer! pic.twitter.com/Fvq5qjfkAh
— Prosenjit Chatterjee (@prosenjitbumba) May 18, 2024
advertisement
advertisement
ইউরোপে কেটেছে স্কুলজীবন। তারপর দক্ষিণ ভারতের কোদাইকানাল ইন্টারন্যাশনাল স্কুল থেকে পরবর্তী পড়াশোনা করেছেন তিনি। আর আজ সেখান থেকেই স্নাতক হলেন তৃষাণজিৎ ওরফে মিশুক। কালো রোব এবং গ্র্যাজুয়েশন হ্যাট পরে স্টেজে উঠে শংসাপত্র গ্রহণ করলেন মিশুক। ছেলের জীবনের গুরুত্বপূর্ণ এই মুহূর্তগুলি ফ্রেমবন্দি করলেন অভিনেতা প্রসেনজিৎ।
পোস্টের ক্যাপশনে প্রসেনজিৎ লিখলেন, ‘আজ আমি একজন গর্বিত বাবা হিসাবে ছেলে মিশুকের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী হলাম। ছেলে স্নাতক হল। অভিনন্দন মিশুক। ভবিষ্যতে জয়লাভ করবে তুমি।’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 18, 2024 5:37 PM IST