Richa Ghosh In Siliguri: ঋদ্ধিমান-রিচার শিলিগুড়িতে এখনও নেই স্টেডিয়াম, আক্ষেপ রিচার, বিশ্বকাপ জয় বদলে দেবে সবকিছু আশাবাদী সোনার মেয়ে
- Reported by:Partha Pratim Sarkar
- news18 bangla
- Published by:Debalina Datta
Last Updated:
Richa Ghosh In Siliguri: "শিলিগুড়ি কেন গোটা দেশে মহিলা ক্রিকেটে এবার জোয়ার আসবে। আরও অনেক মহিলা এবার ক্রিকেট খেলবে৷’’
বিশ্বকাপের সেমিফাইনালের ২৪ ঘণ্টা আগেও সিদ্ধান্ত নেওয়া যাচ্ছিল না রিচা ঘোষ পরের দিনের ম্যাচ খেলার জন্য পুরোপুরি ফিট কিনা, সেইখান থেকে সেমিফাইনাল- ফাইনাল দুই মেগা ম্যাচেই ছাপ রেখেছেন বাংলার ঘরের মেয়ে রিচা ঘোষ৷ বড় মাইলস্টোনের ক্ষেত্রে চোটকে পরোয়া না করেই কামাল করেছেন রিচা, জানিয়েছেন ফাইনালে খেলার সময়েও তাঁর চোট ছিল৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এদিন সাংবাদিক সম্মেলনে বসে রিচা ঘোষ বলেন, "ছোটবেলা খেলা যখন শুরু করি তখন ছেলেদের সঙ্গে খেলতাম। তেমন কিছু বুঝতাম না। যখন প্রথম জেলা দলে সুযোগ পাই তখন থেকে স্বপ্ন দেখা শুরু করি ভারতের হয়ে খেলার। এরপর অনুর্ধ-১৯ বিশ্বকাপ জয়, ডব্লু পিএল জয় এখন সিনিয়র বিশ্বকাপ জয়। সত্যি দারুণ অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। আমরা প্রতিযোগিতার প্রথম থেকেই নিশ্চিত ছিলাম চ্যাম্পিয়ন হব।’’
advertisement
advertisement
advertisement
‘‘তাই শহরে একটি স্টেডিয়ামের ভীষণ প্রয়োজন। যাতে আরও অনেক খেলোয়াড় উঠে আসে। তারাও যাতে ভারতের জার্সি গায়ে তুলতে পারে।" এদিন বিসিসিআই এর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন রিচা। তিনি বলেন, "মহিলা ক্রিকেটে দারুণ সহযোগিতা করছে বিসিসিআই। তারা ডব্লু পি এল চালু করায় অনেক নতুন মহিলা ক্রিকেটার উঠে এসেছে।’’ Input- Partha Pratim Sarkar








