প্রথমবার ওয়েব সিরিজে প্রসেনজিৎ! বুম্বাদা-র বিপরীতে অদিতি
- Published by:Simli Dasgupta
- news18 bangla
Last Updated:
বলিউড দিয়েই ওয়েব দুনিয়ায় পা রাখবেন তিনি। কিন্তু কোন ওয়েব সিরিজ? এবং তাঁর চরিত্রটাই বা কী? কার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন? রয়েছে হাজারো চমক।
#মুম্বই: ওয়েব সিরিজে এবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বেশ বড় বাজেটের একটি ওয়েব সিরিজে দেখা যাবে তাঁকে। তবে টলিউড নয়। বলিউড দিয়েই ওয়েব দুনিয়ায় পা রাখবেন তিনি। কিন্তু কোন ওয়েব সিরিজ? এবং তাঁর চরিত্রটাই বা কী? কার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন? রয়েছে হাজারো চমক।
করোনাকালে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার প্রবণতা এখনো অনেকটাই কম। বদলে অনেকটাই জায়গা করে নিয়েছে ওয়েব প্ল্যাটফর্ম। সৃজিত মুখোপাধ্যায় থেকে শুরু করে রাহুল বোস অনেকেই ওয়েব দুনিয়ায় পা রেখেছেন। উপহার দিচ্ছেন একের পর এক অসাধারণ ওয়েব কনটেন্ট। দর্শকরাও যথেষ্ট উপভোগ করছেন। কিন্তু অনেকের মনেই প্রশ্ন ছিল প্রিয় বুম্বাদাকে কবে ওয়েব প্ল্যাটফর্মে দেখা যাবে। এবার সব জল্পনার অবসান ঘটিয়ে বুম্বাদাও আসতে চলেছেন ওয়েব দুনিয়ায়।
advertisement
বুম্বাদা শুধু একজন অভিনেতা নন। বুম্বাদা মানেই ইন্ডাস্ট্রি। চমক হল বাংলা নয় হিন্দি ওয়েব সিরিজ দিয়ে ওয়েব দুনিয়ায় অভিষেক হচ্ছে তাঁর। বিপরীতে থাকবেন ‘পদ্মাবত’ এর অভিনেত্রী অদিতি রাও হায়দারি। এই ওয়েব সিরিজে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন তিনি। বুম্বাদা অভিনয় করতে চলেছেন হিমাংশু রায়ের চরিত্রে।
advertisement
কে এই হিমাংশু রায়? হিমাংশু রায় ছিলেন চল্লিশের দশকের ভারতবর্ষের ফিল্ম ইন্ডাস্ট্রির একটি দাপুটে নাম। আজকের বলিউডের জন্মদাতা তিনিই। ফিল্ম ইন্ডাস্ট্রিটিতে স্টুডিওর প্রতিষ্ঠাতা। তিনিই তৈরি করেন বম্বে টকিজ।
advertisement
অর্থাৎ ভারতবর্ষের ফিল্ম ইন্ডাস্ট্রিটিতে পরিবর্তন এসেছিল তাঁর হাত ধরেই। আর এই গুরুত্বপূর্ণ চরিত্রেই দেখা যাবে আমাদের বুম্বাদাকে। ফুটিয়ে তোলা হবে ভারতবর্ষের স্বাধীনতার আগের সময়কালের চিত্র।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 16, 2021 12:38 AM IST








