Priyanka Chopra's Daughter : বেবিফুড নয়, প্রিয়ঙ্কা চোপড়ার খুদে মেয়ের পছন্দ এই খাবার

Last Updated:

Priyanka Chopra's Daughter : প্রিয়ঙ্কা চোপড়ার পাশাপাশি নেটদুনিয়ায় তুমুল জনপ্রিয় তাঁর কন্যা মালতী মেরি চোপড়া জোনাস

স্বামী নিক এবং একমাত্র সন্তানকে ঘিরে প্রিয়ঙ্কার ভরপুর সংসার
স্বামী নিক এবং একমাত্র সন্তানকে ঘিরে প্রিয়ঙ্কার ভরপুর সংসার
প্রিয়ঙ্কা চোপড়ার পাশাপাশি নেটদুনিয়ায় তুমুল জনপ্রিয় তাঁর কন্যা মালতী মেরি চোপড়া জোনাস৷ একরত্তির সঙ্গে নানা মুহূর্ত শেয়ার করেন তারকা৷ সম্প্রতি মুম্বইয়ের সিদ্ধি বিনায়ক মন্দিরে মেয়েকে নিয়ে গিয়েছিলেন প্রিয়ঙ্কা৷ স্বামী নিক এবং একমাত্র সন্তানকে ঘিরে প্রিয়ঙ্কার ভরপুর সংসার৷ কার মতো হয়েছে মেয়ে? অনুরাগীদের কৌতূহল যে প্রশ্ন ঘিরে, তার উত্তর দিয়েছেন প্রিয়ঙ্কা৷ জানিয়েছেন খাওয়ার ব্যাপারে তাঁর খুদে কন্যা পুরোদস্তুর ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানী৷ কারণ ছোট্ট মেয়ে হলেও সে ভালবাসে মশলাদার ভারতীয় খাবার৷
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে ছোট্ট মালতী মেরি খুব ভালবাসে মটর পনির এবং বিরিয়ানি৷ এই টুকু বয়স থেকেই মশলাদার ভারতীয় খাবারের ভক্ত হয়ে উঠেছে প্রিয়ঙ্কা-কন্যা৷ প্রসঙ্গত ২০১৮ সালে জয়পুরের বিখ্যাত উমেইদ ভবনে বিয়ে করেন প্রিয়ঙ্কা এবং নিক৷ চার বছর পর সারোগেসির মাধ্যমে মাতৃত্বের স্বাদ পান প্রিয়ঙ্কা৷ জন্ম হয় তাঁদের একমাত্র কন্যাসন্তানের৷ সম্প্রতি প্রিয়ঙ্কা জানিয়েছেন ৩০ বছর বয়সেই তিনি তাঁর মা স্ত্রী রোগ বিশেষজ্ঞ মধু চোপড়ার পরামর্শে নিজের ডিম্বাণু সংরক্ষণ তথা হিমায়িত করিয়ে রেখেছিলেন৷
advertisement
আরও পড়ুন :  পুলিশ কনস্টেবলের চাকরি ছেড়ে চাষবাস, ছাগলপালন করে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা উপার্জন এই যুবকের
কিছু দিন আগেই মুম্বই থেকে সপরিবারে ঘুরে গেলে প্রিয়ঙ্কা৷ অংশ নেন মুম্বইয়ে নীতা মুকেশ অম্বানী কালচারাল সেন্টারের উদ্বোধনেও। এই শিল্পকলা কেন্দ্রের উচ্ছ্বসিত প্রশংসা করে সামাজিক মাধ্যমে পোস্ট করেন প্রিয়ঙ্কা। পাশাপাশি তিনি অংশ নেন সিটাডেল-এর প্রচারেও। সামাজিক মাধ্যমের ছবি বলছে তুতো বোন পরিণীতির সঙ্গে লন্ডনে ছুটি কাটাচ্ছেন প্রিয়ঙ্কা৷
advertisement
advertisement
তবে স্বামী ও মেয়ের সঙ্গে প্রিয়ঙ্কার ভারতে আগমনের পিছনে পারিবারিক উপলক্ষের প্রসঙ্গও চর্চিত হয়েছে। মনে করা হয়েছে, তিনি বোন পরিণীতির সম্ভাব্য বিয়ে উপলক্ষেই এসেছেন। কিন্তু এই গুঞ্জনে কোনও শিলমোহর এখনও পড়েনি।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Priyanka Chopra's Daughter : বেবিফুড নয়, প্রিয়ঙ্কা চোপড়ার খুদে মেয়ের পছন্দ এই খাবার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement