Offbeat: পুলিশ কনস্টেবলের চাকরি ছেড়ে চাষবাস, ছাগলপালন করে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা উপার্জন এই যুবকের

Last Updated:

Offbeat: কাজের জায়গায় সমস্যার মুখোমুখি হয়ে চাকরিত ইস্তফা দেন৷ স্ত্রীর পূর্ণ সম্মতিতে মন দেন নিজের শখ পূর্ণ করতে৷

তাঞ্জাভুর : ছিলেন পুলিশ কনস্টেবল৷ এখন চাষবাস ও পশুপালন করে তিনি কোটিপতি৷ তাক লাগিয়েছেন তামিলনাড়ুর তাঞ্জাভুর জেলার কুরুভাড়িপত্তি গ্রামের ৩৬ বছর বয়সি সতীশ৷ এখন প্রতি মাসে তাঁর গড় উপার্জন ৪ লক্ষ টাকা৷ ২০০৯ সালে তিনি যোগ দেন তামিলনাড়ুর পুলিশ বিভাগে৷ ছিলেন কনস্টেবল৷ এখন তাঁর স্ত্রী কনস্টেবল পদে কর্মরত৷ কিন্তু সতীশ খুঁজে নিয়েছেন অন্য পেশার পথ৷ শৈশব থেকেই তাঁর স্বপ্ন ছিল ভাল পুলিশ হওয়ার৷ কিন্তু কয়েক বছর চাকরি করার পর তাঁর স্বপ্নভঙ্গ হয়৷ স্বল্প বেতন এবং কাজের জায়গায় সমস্যার মুখোমুখি হয়ে চাকরিত ইস্তফা দেন৷ স্ত্রীর পূর্ণ সম্মতিতে মন দেন নিজের শখ পূর্ণ করতে৷
তবে সহকর্মীদের কাছ থেকে উল্টো পরামর্শই পেয়েছিলেন সতীশ৷ সকলে তাঁকে বলেছিলেন পুলিশের চাকরি ছেড়ে কৃষিকাজ করা মোটেও বুদ্ধিমানের কাজ নয়৷ কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন তিনি৷ কারওর কথায় কান না দিয়ে নিজের হৃদয়ের কথাতেই সায় দেন৷ সতীশ জানান তিনি প্রথমে ছাগলপালন করতে শুরু করেন৷ তাঁর তিন একর জমিতে ছাগলের খাদ্য উৎপাদন করতে থাকেন৷
advertisement
আরও পড়ুন :  অফিসের কাজের টেবিল সাজান এই বাস্তু পরামর্শ মেনে, চাকরিতে উন্নতি ও লক্ষ্মীলাভ হবেই
তাঁর এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন সতীশের বাবা মা-ও৷ কিন্তু তাঁদের ভরসা রাখতে বলেছিলেন সতীশ৷ নিজের দেওয়া কথা রেখেছিলেন তিনি৷ চাষ শুরুর ৬ মাসের মধ্যেই যথেষ্ট উপার্জন করতে শুরু করেন৷ বর্তমানে কৃষিকাজ, ছাগলপালন ছাড়াও ‘পাওয়ার স্ম্যাক’-এর মালিক তিনি৷ বর্তমানে এটাই তাঞ্জাভুরের সবথেকে বড় জিম৷ রোজ পশুপালন ছাড়াও জিমের দেখভাল করেন তিনি৷
advertisement
advertisement
এখন ১৫০ টি ছাগল প্রতিপালন করেন সতীশ৷ উদ্বৃত্ত পশখাদ্য বিক্রি করেন আশেপাশের গ্রামে৷ বাধা বিঘ্ন পেরিয়ে কঠোর পরিশ্রম করে প্রতি মাসে ছয় অঙ্কের উপার্জন করেন তিনি৷ ব্যক্তিগত জীবনে তিনি মহেন্দ্র সিং ধোনির জীবনদর্শনে বিশ্বাসী৷ তিনি বিশ্বাস করেন, জীবনে ফলাফলের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া৷ তাই কোনও আশা না করে তিনি নিজের স্বপ্নের পিছনে এগিয়ে চলেছেন৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Offbeat: পুলিশ কনস্টেবলের চাকরি ছেড়ে চাষবাস, ছাগলপালন করে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা উপার্জন এই যুবকের
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement