Offbeat: পুলিশ কনস্টেবলের চাকরি ছেড়ে চাষবাস, ছাগলপালন করে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা উপার্জন এই যুবকের
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Offbeat: কাজের জায়গায় সমস্যার মুখোমুখি হয়ে চাকরিত ইস্তফা দেন৷ স্ত্রীর পূর্ণ সম্মতিতে মন দেন নিজের শখ পূর্ণ করতে৷
তাঞ্জাভুর : ছিলেন পুলিশ কনস্টেবল৷ এখন চাষবাস ও পশুপালন করে তিনি কোটিপতি৷ তাক লাগিয়েছেন তামিলনাড়ুর তাঞ্জাভুর জেলার কুরুভাড়িপত্তি গ্রামের ৩৬ বছর বয়সি সতীশ৷ এখন প্রতি মাসে তাঁর গড় উপার্জন ৪ লক্ষ টাকা৷ ২০০৯ সালে তিনি যোগ দেন তামিলনাড়ুর পুলিশ বিভাগে৷ ছিলেন কনস্টেবল৷ এখন তাঁর স্ত্রী কনস্টেবল পদে কর্মরত৷ কিন্তু সতীশ খুঁজে নিয়েছেন অন্য পেশার পথ৷ শৈশব থেকেই তাঁর স্বপ্ন ছিল ভাল পুলিশ হওয়ার৷ কিন্তু কয়েক বছর চাকরি করার পর তাঁর স্বপ্নভঙ্গ হয়৷ স্বল্প বেতন এবং কাজের জায়গায় সমস্যার মুখোমুখি হয়ে চাকরিত ইস্তফা দেন৷ স্ত্রীর পূর্ণ সম্মতিতে মন দেন নিজের শখ পূর্ণ করতে৷
তবে সহকর্মীদের কাছ থেকে উল্টো পরামর্শই পেয়েছিলেন সতীশ৷ সকলে তাঁকে বলেছিলেন পুলিশের চাকরি ছেড়ে কৃষিকাজ করা মোটেও বুদ্ধিমানের কাজ নয়৷ কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন তিনি৷ কারওর কথায় কান না দিয়ে নিজের হৃদয়ের কথাতেই সায় দেন৷ সতীশ জানান তিনি প্রথমে ছাগলপালন করতে শুরু করেন৷ তাঁর তিন একর জমিতে ছাগলের খাদ্য উৎপাদন করতে থাকেন৷
advertisement
আরও পড়ুন : অফিসের কাজের টেবিল সাজান এই বাস্তু পরামর্শ মেনে, চাকরিতে উন্নতি ও লক্ষ্মীলাভ হবেই
তাঁর এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন সতীশের বাবা মা-ও৷ কিন্তু তাঁদের ভরসা রাখতে বলেছিলেন সতীশ৷ নিজের দেওয়া কথা রেখেছিলেন তিনি৷ চাষ শুরুর ৬ মাসের মধ্যেই যথেষ্ট উপার্জন করতে শুরু করেন৷ বর্তমানে কৃষিকাজ, ছাগলপালন ছাড়াও ‘পাওয়ার স্ম্যাক’-এর মালিক তিনি৷ বর্তমানে এটাই তাঞ্জাভুরের সবথেকে বড় জিম৷ রোজ পশুপালন ছাড়াও জিমের দেখভাল করেন তিনি৷
advertisement
advertisement
এখন ১৫০ টি ছাগল প্রতিপালন করেন সতীশ৷ উদ্বৃত্ত পশখাদ্য বিক্রি করেন আশেপাশের গ্রামে৷ বাধা বিঘ্ন পেরিয়ে কঠোর পরিশ্রম করে প্রতি মাসে ছয় অঙ্কের উপার্জন করেন তিনি৷ ব্যক্তিগত জীবনে তিনি মহেন্দ্র সিং ধোনির জীবনদর্শনে বিশ্বাসী৷ তিনি বিশ্বাস করেন, জীবনে ফলাফলের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া৷ তাই কোনও আশা না করে তিনি নিজের স্বপ্নের পিছনে এগিয়ে চলেছেন৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 10, 2023 10:40 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Offbeat: পুলিশ কনস্টেবলের চাকরি ছেড়ে চাষবাস, ছাগলপালন করে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা উপার্জন এই যুবকের