ওয়ার্ক ফ্রম হোম-ই হোক বা অফিসে বসে কাজ-শেষ কথা বলবে আপনার পারফরম্যান্স৷ তাই ওয়ার্ক স্টেশনের জন্য কী কী বাস্তু টিপস আছে, জেনে নিন৷
2/ 11
পূর্ব বা উত্তর দিকে বসে কাজ করা খুবই ভাল৷ পূর্ব হল সূর্যোদয়ের দিক৷ তাই আপনার মধ্যে ছড়িয়ে পড়ে পজিটিভ এনার্জি৷ অফিসের কাজ সব সময় পূর্ব দিকের অভিমুখেই করুন৷
3/ 11
উত্তর দিককে বলা হয় কুবেরের দিক৷ এদিকে মুখ করে বসলে অর্থাগমের পথ মসৃণ হয়৷ যদি ব্যবসার কাজ হয়, তাহলে উত্তর দিকে মুখে করে বসুন৷
4/ 11
যদি আপনার ওয়ার্ক স্টেশন পূর্বমুখী হয় তাহলে আপনার ফাইল, ফোল্ডার বা অন্যান্য বৈদ্যুতিন সরঞ্জাম রাখুন আপনার ডান দিকে৷
5/ 11
যদি আপনার ওয়ার্ক স্টেশন উত্তরমুখী হয় তাহলে আপনার ফাইল, ফোল্ডার বা অন্যান্য বৈদ্যুতিন সরঞ্জাম রাখুন আপনার বাঁ দিকে৷
6/ 11
সব সময় চৌকো বা আয়তাকার টেবিলে বসে অফিসের কাজ করুন৷
7/ 11
ওয়ার্ক স্টেশনে যদি দেবদেবীর মূর্তি রাখেন তাহলে যথাযোগ্য শ্রদ্ধা ও সম্মানপূর্বক রাখবেন৷ টেবিলের অন্যান্য জিনিসপত্র থেকে দেবদেবীর মূর্তি একটু দূরে রাখাই বাঞ্ছনীয়৷
8/ 11
কাজের জায়গা অগোছালো বা অপরিষ্কার রাখবেন না৷ এতে দেবী লক্ষ্মী রুষ্ট হন৷ ওয়ার্ক স্টেশনে ঘুমোলে সঞ্চারিত হয় নেগেটিভ এনার্জি৷
9/ 11
ওয়ার্ক স্টেশনে বা কাজের জায়গায় বসে খাবার খাবেন না৷ ঘুমোবেনও না। এতে একদিকে যেমন জায়গা নোংরা হতে পারে, অন্যদিকে বাস্তু শাস্ত্র মতেও এ কাজ অনুচিত৷
10/ 11
কাজের জায়গা অগোছালো বা অপরিষ্কার রাখবেন না৷ এতে দেবী লক্ষ্মী রুষ্ট হন৷ ওয়ার্ক স্টেশনে ঘুমোলে সঞ্চারিত হয় নেগেটিভ এনার্জি৷
11/ 11
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
Vastu tips for your Work Station: অফিসের কাজের টেবিল সাজান এই বাস্তু পরামর্শ মেনে, চাকরিতে উন্নতি ও লক্ষ্মীলাভ হবেই
পূর্ব বা উত্তর দিকে বসে কাজ করা খুবই ভাল৷ পূর্ব হল সূর্যোদয়ের দিক৷ তাই আপনার মধ্যে ছড়িয়ে পড়ে পজিটিভ এনার্জি৷ অফিসের কাজ সব সময় পূর্ব দিকের অভিমুখেই করুন৷
Vastu tips for your Work Station: অফিসের কাজের টেবিল সাজান এই বাস্তু পরামর্শ মেনে, চাকরিতে উন্নতি ও লক্ষ্মীলাভ হবেই
ওয়ার্ক স্টেশনে যদি দেবদেবীর মূর্তি রাখেন তাহলে যথাযোগ্য শ্রদ্ধা ও সম্মানপূর্বক রাখবেন৷ টেবিলের অন্যান্য জিনিসপত্র থেকে দেবদেবীর মূর্তি একটু দূরে রাখাই বাঞ্ছনীয়৷