হোম /খবর /বিনোদন /
'নাটু নাটু' গানের জনপ্রিয়তা সীমানা ছাড়িয়েছে, দেশের অস্কারজয়ীদের অভিনন্দন মোদির!

Oscars 2023: 'নাটু নাটু' গানের জনপ্রিয়তা সীমানা ছাড়িয়েছে, দেশের অস্কারজয়ীদের অভিনন্দন মোদির!

অস্কারজয়ীদের অভিনন্দন নরেন্দ্র মোদির

অস্কারজয়ীদের অভিনন্দন নরেন্দ্র মোদির

Oscars 2023: গর্বিত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দু'টি অস্কারের জন্যই কুর্নিশ জানালেন নির্মাতাদের। 'নাটু নাটু' গানটির জনপ্রিয়তা দেখে তিনি আপ্লুত৷

  • Share this:

নয়াদিল্লি: ভারতবর্ষের গর্বের দিন। জোড়া অস্কার এল দেশের হাতে। ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে তিনটি ছবি মনোনীত হয়েছিল। সেখানে দু’টি ছবিই পুরস্কার ঘরে আনতে পেরেছে।

অনুষ্ঠানে ভারতের হয়ে প্রথম অস্কার পেল ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’। সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র হিসেবে পুরস্কৃত। তা ছাড়া 'আরআরআর’ ছবির গান ‘নাটু নাটু’ অস্কারের মঞ্চে সেরা অরিজিনাল গানের ক্যাটাগরিতে পুরস্কার হাতে নিল।

আরও পড়ুন :  ফের অস্কার এল ভারতে, পুরস্কৃত হল স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’

আরও পড়ুন: সন্তানই সৌভাগ্য এনেছে, অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে অস্কারে এসে বললেন রাম, NTR-এর পোশাক নিয়ে মাতামাতি

গর্বিত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দু'টি অস্কারের জন্যই কুর্নিশ জানালেন নির্মাতাদের। 'নাটু নাটু' গানটির জনপ্রিয়তা দেখে তিনি আপ্লুত৷ সেই জনপ্রিয়তা দেশের সীমানা ছাড়িয়েছে। তাই তিনি লিখলেন, 'ব্যতিক্রম! 'নাটু নাটু' গানের জনপ্রিয়তা এখন সারা বিশ্বে। এই গানটি মানুষের মনে রেখে দেবে বছরের পর বছর। ছবির সমস্ত কলাকুশলীকে অভিনন্দন এই সম্মানের জন্য। ভারত আপনাদের জন্য গর্বিত।'

একইসঙ্গে দক্ষিণী ছবি ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’কেও সাধুবাদ জানালেন প্রধানমন্ত্রী। দুই মহিলা প্রযোজককে ট্যাগ করে ট্যুইট করলেন, 'অভিনন্দন জানাই ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ ছবির সমস্ত কলাকুশলীকে। তাঁদের কাজে খুব সুন্দরভাবে স্থায়ী উন্নয়ন এবং প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জীবনযাপনের গুরুত্বকে তুলে ধরেছে।

Published by:Teesta Barman
First published:

Tags: Oscars, Oscars 2023, Prime Minister Narendra Modi, RRR