Oscars 2023 RRR: সন্তানই সৌভাগ্য এনেছে, অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে অস্কারে এসে বললেন রাম, NTR-এর পোশাক নিয়ে মাতামাতি

Last Updated:

Oscars 2023 RRR: কালো রঙের বন্ধগলা কুর্তা পরেছিলেন রাম। সাদা শাড়ি ব্লাউজে সেজেছিলেন উপাসনা। কালো উপর সোনালি সুতোর কাজ করা কুর্তা পরেছিলেন আরআরআর ছবির আর এক নায়ক জুনিয়র এনটিআর। তাঁর পোশাকে ভারতের জাতীয় পোশাক।

লস অ্যাঞ্জেলস: ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে ফের নজির গড়ল ভারত। গোল্ডেন গ্লোবের পর একাধিক আন্তর্জাতিক পুরস্কার জিতে নিয়ে এবার বিশ্বের অন্যতম সেরা পুরস্কারের মঞ্চে তৈরি হল ইতিহাস। ভারতের ইতিহাস। বিশ্বের দরবারে আবারও সমাদৃত ‘আরআরআর’। ছবি গান ‘নাটু নাটু’ অস্কারের মঞ্চে সেরা অরিজিনাল গানের ক্যাটাগরিতে পুরস্কার পেল।
অস্কারের কার্পেট দিয়ে হেঁটে গেলেন ছবির তারকারা। রামচরণের নাম উচ্চারণ করে উল্লাসধ্বনি শোনা গেল দর্শকাসন থেকে। নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছিলেন না রামচরণ। সংবাদমাধ্যমকে সেখানে দাঁড়িয়েই জানান, ‘‘আমরা এখানে ভারতবর্ষের হয়ে এসেছি, ভারতবর্ষের জন্য এসেছি। আর আমাদের ছবির সুরকার এবং পরিচালককে ধন্যবাদ জানাতে চাই। তাঁদের জন্যেই তো আসা।’’
View this post on Instagram

A post shared by The Academy (@theacademy)

advertisement
advertisement
রামের স্ত্রী উপাসনা কোনিডেলা ৬ মাসের অন্তঃসত্ত্বা। তাঁকে নিয়েই অস্কারে গিয়েছিলেন রামচরণ। প্রথমে জল্পনা শোনা যাচ্ছিল, অস্কারে উপস্থিত থাকার কারণে দেশের বাইরেই উপাসনাকে সন্তানের জন্ম দিতে হবে। কিন্তু সে জল্পনাকে নস্যাৎ করে রাম ও উপাসনা তাঁদের ভক্তদের জানিয়েছেন, তাঁদের সন্তানের জন্ম হবে নিজের দেশের মাটিতেই। অর্থাৎ অস্কারে অংশগ্রহণ করার পর সোজা দেশেই ফিরবেন তাঁরা।
advertisement
কালো রঙের বন্ধগলা কুর্তা পরেছিলেন রাম। সাদা শাড়ি ব্লাউজে সেজেছিলেন উপাসনা। পুরস্কার জেতার আগে সংবাদমাধ্যমকে রাম বলেন, ‘‘সন্তান আমার জীবনে সৌভাগ্য নিয়ে এসেছে।’’ উপাসনার কথায়, ‘‘রামকে সাপোর্ট করতে এসেছি। আরআরআর পরিবারের সদস্য হয়ে এসেছি। জানি না, খুবই ভয় লাগছে, পুরস্কার জিতব কিনা সে সব ভাবছি। কিন্তু এই সমস্ত অভিজ্ঞতাই আসলে বড্ড ভাল।’’
advertisement
অন্য দিকে কালো উপর সোনালি সুতোর কাজ করা কুর্তা পরেছিলেন আরআরআর ছবির আর এক নায়ক জুনিয়র এনটিআর। তাঁর পোশাকে ভারতের জাতীয় পোশাক। শুধু তা-ই নয়, আরআরআর ছবিতে এই বাঘের সঙ্গেই বন্ধুত্ব পাতিয়ে ব্রিটিশ শাসকের বিরুদ্ধে লড়াই করেছিলেন এনটিআর। সে কথা সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময়ে বুঝিয়ে দিলেন।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Oscars 2023 RRR: সন্তানই সৌভাগ্য এনেছে, অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে অস্কারে এসে বললেন রাম, NTR-এর পোশাক নিয়ে মাতামাতি
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement