লস অ্যাঞ্জেলেস: গোল্ডেন গ্লোবের মঞ্চে ইতিহাস তৈরির পর এবার অস্কারের মঞ্চেও বাজিমাত ‘নাটু নাটু’-র৷ অস্কারের মঞ্চে সেরা অরিজিনাল মিউজিক ক্যাটেগরি বা সেরা মৌলিক সঙ্গীত বিভাগে সেরার সম্মান এল ভারতে৷
এবারই প্রথম এই বিভাগে মনোনয়ন পেয়েছিল ভারতীয় কোনও গান৷৷ আসমুদ্র হিমাচল পেরিয়ে জাদু দেখানো নাটু নাটু অস্কারের মঞ্চেও এবার কামাল করল৷ এ বছর ভারতকে দ্বিতীয় অস্কার পুরস্কার উপহার দিল এই ভাইরাল গান।
এবারের মঞ্চে তৃতীয় ভারতীয় অভিনেতা হিসেবে সঞ্চলনার দায়িত্বে ছিলেন দীপিকা পাড়ুকোন। তিনি ভারতীয় সঙ্গীতের এই গানটির নাম করতেই অস্কারের দর্শকদের মধ্যে হাততালির তুফান ওঠে৷
“If you don’t know Naatu, your about to” 😅#DeepikaPadukone announces #NaatuNaatu performance at #Oscars 🤩#RRRMovie | #AcademyAwards
pic.twitter.com/4vNzjcIJ3R — Abhi (@abhi_is_online) March 13, 2023
And the #NaatuNaatu Performance at #Oscars #RRRMovie#NaatuNaatuForOscars #GlobalHITNaatuNaatu pic.twitter.com/aWQ8r7GNjv
— aniRRRudh (@Anirudh0812) March 13, 2023
পুরস্কৃত হওয়ার আগে এই গানের সঙ্গে ডান্স পারফরম্যান্সও হয়৷ সব মিলিয়ে সোমবারের সকালে ভারতীয় সঙ্গীতের মুকুটে নিঃসন্দেহে স্বীকৃতির নতুন পালক যুক্ত হল৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Oscar, Oscars 2023, RRR