হোম /খবর /বিনোদন /
অস্কারে সেরা অরিজিনাল সং বিভাগে বাজিমাত ‘নাটু নাটু’-র, ইতিহাস তৈরি ভারতীয় গানের

Oscar 2023: অস্কারে সেরা অরিজিনাল সং বিভাগে বাজিমাত ‘নাটু নাটু’-র, ইতিহাস তৈরি ভারতীয় গানের

অস্কার পেল নাটু নাটু - আরআরআর ছবির গান

অস্কার পেল নাটু নাটু - আরআরআর ছবির গান

এই গানটির নাম করতেই অস্কারের এলিট উপস্থিতদের মধ্যে হাততালির তুফান ওঠে৷ রইল ভাইরাল ভিডিও৷

  • Share this:

লস অ্যাঞ্জেলেস: গোল্ডেন গ্লোবের মঞ্চে ইতিহাস তৈরির পর এবার অস্কারের মঞ্চেও বাজিমাত ‘নাটু নাটু’-র৷ অস্কারের মঞ্চে সেরা অরিজিনাল মিউজিক ক্যাটেগরি বা সেরা মৌলিক সঙ্গীত বিভাগে সেরার সম্মান এল ভারতে৷

এবারই প্রথম এই বিভাগে মনোনয়ন পেয়েছিল ভারতীয় কোনও গান৷৷ আসমুদ্র হিমাচল পেরিয়ে জাদু দেখানো নাটু নাটু অস্কারের মঞ্চেও এবার কামাল করল৷ এ বছর ভারতকে দ্বিতীয় অস্কার পুরস্কার উপহার দিল এই ভাইরাল গান।

এবারের মঞ্চে তৃতীয় ভারতীয় অভিনেতা হিসেবে সঞ্চলনার দায়িত্বে ছিলেন দীপিকা পাড়ুকোন। তিনি ভারতীয় সঙ্গীতের এই গানটির নাম করতেই অস্কারের দর্শকদের মধ্যে হাততালির তুফান ওঠে৷

পুরস্কৃত হওয়ার আগে এই গানের সঙ্গে ডান্স পারফরম্যান্সও হয়৷ সব মিলিয়ে সোমবারের সকালে ভারতীয় সঙ্গীতের মুকুটে নিঃসন্দেহে স্বীকৃতির নতুন পালক যুক্ত হল৷

Published by:Debalina Datta
First published:

Tags: Oscar, Oscars 2023, RRR