শাশ্বতয় মুগ্ধ অনুরাগ কাশ্যপ, শ্যুটের সেই ৪৫ মিনিট সময় 'নষ্টের' গল্প বললেন পাভেল
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
পাভেল এবং তাপসী পান্নুকে সাংবাদিকদের প্রশ্ন, 'দোবারা' ছবিতে শাশ্বতর সঙ্গে অভিনয় করার অভিজ্ঞতা কেমন? তাপসী জানালেন, তিনি শাশ্বতর সঙ্গে কাজ করার সুযোগ পাননি কারণ তাঁর চরিত্রের সঙ্গে শাশ্বতর চরিত্রের কথোপকথন ছিল না খুব বেশি।
#কলকাতা: শাশ্বত চট্টোপাধ্যায়, অনুরাগ কাশ্যপ এবং পাভেল গুলাটি। ত্রয়ীর গল্প শুনে হেসে খুন কলকাতার সাংবাদিকরা। একইসঙ্গে গর্বিতও বটে। শাশ্বতর জন্য শ্যুটে ৪৫ মিনিট দেরি হয়েছে বলে?
না, দেরি হওয়ার কারণের জন্য। শাশ্বত না, তাঁকে দেখে অনুরাগ এবং পাভেলের উত্তেজনার জন্যই শ্যুটে দেরি হয়েছে। এবং কলকাতায় এসে সেই গল্পই বললেন অনুরাগ পরিচালিত 'দোবারা' ছবির নায়ক পাভেল।
advertisement
পাভেল এবং তাপসী পান্নুকে সাংবাদিকদের প্রশ্ন, 'দোবারা' ছবিতে শাশ্বতর সঙ্গে অভিনয় করার অভিজ্ঞতা কেমন? তাপসী জানালেন, তিনি শাশ্বতর সঙ্গে কাজ করার সুযোগ পাননি কারণ তাঁর চরিত্রের সঙ্গে শাশ্বতর চরিত্রের কথোপকথন ছিল না খুব বেশি।
advertisement

কিন্তু এই প্রশ্নে উত্তেজিত হয়ে পড়লেন পাভেল। নায়ক জানালেন, তিনি এবং অনুরাগ, দু'জনেই শাশ্বতর বড় ফ্যান (অনুরাগী)। তাই বাঙালি অভিনেতা সেটে পৌঁছতেই উত্তেজিত হয়ে পড়েন বলি তারকারা। শাশ্বতকে বিভিন্ন প্রশ্ন করতে থাকেন। গল্প যেন আর শেষই হয় না।
advertisement
পাভেলের কথায়, "ওঁকে দেখে মনে হয় খুব সিরিয়াস গোছের মানুষ। আসলে খুব মজার মানুষ। আমাদের প্রশ্নবাণের চোটে ৪৫ মিনিট দেরি হয়ে গিয়েছিল। শাশ্বত স্যারই বাধ্য হয়ে বললেন, 'চলো এ বার একটু শ্যুট করা যাক।"
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 19, 2022 8:44 PM IST