Pathaan Reviews: শাহরুখের কেরিয়ারের মোড় ঘোরানো ছবি! ঠিক কতটা জমল 'পাঠান', জানা গেল ইতিমধ্যেই

Last Updated:

Pathaan Reviews: ভারতে তো বটেই, সুদূর সংযুক্ত আরব আমিরশাহী, অস্ট্রেলিয়ার মতো দেশে 'পাঠান' নিয়ে উন্মাদনা কিছু কম নয়। শাহরুখকে পর্দায় দেখতে অগ্রিম টিকিটও কেটে ফেলেছেন অনুরাগীরা।

কেমন হল শাহরুখের পাঠান
কেমন হল শাহরুখের পাঠান
মুম্বই: অপেক্ষার পালা শেষ। আর মাত্র কয়েক ঘণ্টা। মুক্তি পেতে চলেছে 'পাঠান'। চার বছর পর বড় পর্দায় শাহরুখের প্রত্যাবর্তন। ২৫ জানুয়ারি বাদশার অনুরাগীদের কাছের উৎসবের দিন। ইতিমধ্যেই ছবিটি নিয়ে নিজের মতামত জানিয়েছেন অনেকেই।
ভারতে তো বটেই, সুদূর সংযুক্ত আরব আমিরশাহী, অস্ট্রেলিয়ার মতো দেশে 'পাঠান' নিয়ে উন্মাদনা কিছু কম নয়। শাহরুখকে পর্দায় দেখতে অগ্রিম টিকিটও কেটে ফেলেছেন অনুরাগীরা। এক স্বঘোষিত সমালোচক উমের সান্ধু শাহরুখের ছবি দেখে মুগ্ধ। তিনি লেখেন, 'আমার সব চেয়ে প্রিয় অ্যাকশন ছবি পাঠান। শাহরুখের কেরিয়ারের মোড় ঘোরানো ছবি। পুরস্কার জিতে নেওয়ার মতো অভিনয় করেছেন তিনি। ব্লকবাস্টার।'
advertisement
advertisement
advertisement
অন্য এক নেটিজেন লিখেছেন, 'এই ছবি বিনোদন জোগাবে। অ্যাকশন রিয়্যালিজমের ক্ষেত্রে এই ছবি দৃষ্টান্ত স্থাপন করল।'
advertisement
পরিবারের জন্য 'পাঠান'-এর বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করেছিলেন শাহরুখ। দর্শকের আসনে ছিলেন তাঁর তিন সন্তান সুহানা, আবরাম, আরিয়ান, স্ত্রী গৌরী খান, বোন শেহনাজ খান এবং শাশুড়ি সবিতা চিব্বর।
'পাঠান'কে পুরো নম্বর দিয়েছেন খান পরিবারের কনিষ্ঠতম সদস্য। পর্দায় বাবাকে দেখে মুগ্ধ আবরাম। একটি ট্যুইটে শাহরুখ লেখেন, 'ওর (আবরাম) জেট প্যাক সিক্যুয়েন্সটা সব চেয়ে ভাল লেগেছে। ও ভেবেছে আমি অন্য সাম্রাজ্যে চলে যাব।'
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Pathaan Reviews: শাহরুখের কেরিয়ারের মোড় ঘোরানো ছবি! ঠিক কতটা জমল 'পাঠান', জানা গেল ইতিমধ্যেই
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement