Pathaan Reviews: শাহরুখের কেরিয়ারের মোড় ঘোরানো ছবি! ঠিক কতটা জমল 'পাঠান', জানা গেল ইতিমধ্যেই
- Published by:Sanchari Kar
Last Updated:
Pathaan Reviews: ভারতে তো বটেই, সুদূর সংযুক্ত আরব আমিরশাহী, অস্ট্রেলিয়ার মতো দেশে 'পাঠান' নিয়ে উন্মাদনা কিছু কম নয়। শাহরুখকে পর্দায় দেখতে অগ্রিম টিকিটও কেটে ফেলেছেন অনুরাগীরা।
মুম্বই: অপেক্ষার পালা শেষ। আর মাত্র কয়েক ঘণ্টা। মুক্তি পেতে চলেছে 'পাঠান'। চার বছর পর বড় পর্দায় শাহরুখের প্রত্যাবর্তন। ২৫ জানুয়ারি বাদশার অনুরাগীদের কাছের উৎসবের দিন। ইতিমধ্যেই ছবিটি নিয়ে নিজের মতামত জানিয়েছেন অনেকেই।
ভারতে তো বটেই, সুদূর সংযুক্ত আরব আমিরশাহী, অস্ট্রেলিয়ার মতো দেশে 'পাঠান' নিয়ে উন্মাদনা কিছু কম নয়। শাহরুখকে পর্দায় দেখতে অগ্রিম টিকিটও কেটে ফেলেছেন অনুরাগীরা। এক স্বঘোষিত সমালোচক উমের সান্ধু শাহরুখের ছবি দেখে মুগ্ধ। তিনি লেখেন, 'আমার সব চেয়ে প্রিয় অ্যাকশন ছবি পাঠান। শাহরুখের কেরিয়ারের মোড় ঘোরানো ছবি। পুরস্কার জিতে নেওয়ার মতো অভিনয় করেছেন তিনি। ব্লকবাস্টার।'
advertisement
#Pathaan is the Most Profitable film in the History of Bollywood even before release! It recovered “ 350 cr ” before release through digital, music & OTT🔥🔥 ! Power of King 👑 Khan #ShahRukhKhan ❤️🩹 pic.twitter.com/CwydB8Z1fV
— Umair Sandhu (@UmairSandu) January 19, 2023
advertisement
advertisement
অন্য এক নেটিজেন লিখেছেন, 'এই ছবি বিনোদন জোগাবে। অ্যাকশন রিয়্যালিজমের ক্ষেত্রে এই ছবি দৃষ্টান্ত স্থাপন করল।'
advertisement
পরিবারের জন্য 'পাঠান'-এর বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করেছিলেন শাহরুখ। দর্শকের আসনে ছিলেন তাঁর তিন সন্তান সুহানা, আবরাম, আরিয়ান, স্ত্রী গৌরী খান, বোন শেহনাজ খান এবং শাশুড়ি সবিতা চিব্বর।
'পাঠান'কে পুরো নম্বর দিয়েছেন খান পরিবারের কনিষ্ঠতম সদস্য। পর্দায় বাবাকে দেখে মুগ্ধ আবরাম। একটি ট্যুইটে শাহরুখ লেখেন, 'ওর (আবরাম) জেট প্যাক সিক্যুয়েন্সটা সব চেয়ে ভাল লেগেছে। ও ভেবেছে আমি অন্য সাম্রাজ্যে চলে যাব।'
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 24, 2023 3:46 PM IST