Pathaan in Single Screens: তালাবন্ধ ২৫টি প্রেক্ষাগৃহ খুলছে কেবল শাহরুখের জন্য, 'পাঠান' মুক্তিতে প্রাণ ফিরবে
- Published by:Teesta Barman
Last Updated:
Pathaan in Single Screens: চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ ট্যুইট করে জানিয়েছেন, ‘পাঠানের জন্য সারা ভারতের ২৫টি তালাবন্ধ সিঙ্গল স্ক্রিন আবার করে তাদের দরজা খুলবে। প্রবল উন্মাদনায় এই ছবির আগাম বুকিং চলছে। নজির গড়ল পাঠান।’
কলকাতা: আর কয়েক ঘণ্টা। আসছে ‘পাঠান’। তাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুতি শুরু হয়েছে বহু মাস ধরে। একাধিক নিয়ম নতুন করে তৈরি হয়েছে, একাধিক নিয়ম ভঙ্গ হয়েছে কেবল মাত্র শাহরুখ খানের এই ছবির জন্য। দীর্ঘ কালের প্রথা ভেঙে মুম্বইয়ের গেইটি গ্যালাক্সি, সিঙ্গলস্ক্রিন প্রেক্ষাগৃহে প্রথমবার ২৫ জানুয়ারি সকাল ন'টায় ছবি দেখাবে। যেখানে সাধারণত দুপুর ১২টা থেকে প্রেক্ষাগৃহটিতে ছবি দেখানো শুরু হয়। এবার আরও বড় অসম্ভবকে সম্ভব করতে চলেছে শাহরুখের ‘পাঠান’। সারা ভারতের মোট ২৫টি তালাবন্ধ প্রেক্ষাগৃহে ‘পাঠান’ দেখানো হবে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবির জন্য আবার ব্যবসা এবং বিনোদনের জোগান দেওয়া শুরু করবে এই প্রেক্ষাগৃহগুলি। সবগুলিই সিঙ্গল স্ক্রিন।
‘PATHAAN’ REVIVES SINGLE SCREENS… #Pathaan is all set to revive theatrical biz, going by the terrific advance bookings… Most importantly, as many as 25 single screens across #India - which were shut - will re-open with #Pathaan this week, given the unprecedented buzz. pic.twitter.com/ICGpywDTzh
— taran adarsh (@taran_adarsh) January 23, 2023
advertisement
advertisement
যেখানে চলচ্চিত্র জগতে মাল্টিপ্লেক্স চলে আসায় সিঙ্গল স্ক্রিনের বাজার বন্ধ হয়ে যাচ্ছিল, সেখানে যশরাজ ফিল্মসের এই সিদ্ধান্তে নতুন করে আলোর মুখ দেবে বিলুপ্ত হয়ে যাওয়া সিঙ্গল স্ক্রিন সংস্কৃতি।
advertisement
চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ ট্যুইট করে জানিয়েছেন, ‘পাঠানের জন্য সারা ভারতের ২৫টি তালাবন্ধ সিঙ্গল স্ক্রিন আবার করে তাদের দরজা খুলবে। প্রবল উন্মাদনায় এই ছবির আগাম বুকিং চলছে। নজির গড়ল পাঠান।’
advertisement
এই প্রেক্ষাগৃহগুলির অধিকাংশ অবস্থিত দেশের বিভিন্ন প্রান্তে। বেশিরভাগই অবশ্য রাজস্থানে এবং উত্তরপ্রদেশে। রয়েছে জয়পুর শহরের জেম সিনেমা, এলাহাবাদের রাজকরণ সিনেমা, মুম্বইয়ের কার্নিভাল আর মল, ইনদওরের জ্যোতি সিনেমা, গোয়ার সিনেমকমলা পন্ডার মতো প্রেক্ষাগৃহগুলি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 24, 2023 3:16 PM IST