Pathaan or Bengali films in single screen: পাঠান চললে অন্য ছবি বাদ, নির্দেশ মানা হচ্ছে সিঙ্গল স্ক্রিনে, ধাক্কা খাচ্ছে বাংলা

Last Updated:

Pathaan or Bengali films in single screen: যশরাজ ফিল্মস নাকি সিঙ্গল স্ক্রিনের হলমালিকদের সঙ্গে মিলে ‘নো শো’ নীতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধার্থ আনন্দের ছবি চললে অন্য ছবি চলবে না। কেউ কেউ সেই প্রস্তাবে রাজি হয়েছেন। কেউ কেউ হননি।

বাংলা ছবি আর পাঠান
বাংলা ছবি আর পাঠান
কলকাতা: কেবল দেশ নয়, সীমানা পেরিয়েও মানুষ অপেক্ষায়। আসছে 'পাঠান'। চার বছর পর বড়পর্দায় ফিরছেন শাহরুখ খান। ইতিমধ্যে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবি এবং ছবির গান 'বেশরম রং' নিয়ে বিস্তর বিতর্ক চলেছে সে দেশে। 'বয়কট পাঠান' ট্রেন্ড উপেক্ষা করে মানুষ টিকিট কাটছেন দেদার! 'ফার্স্ট ডে ফার্স্ট শো' দেখার হিড়িক কলকাতাতেও। কিন্তু এতে বাংলা ছবি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে শোনা যাচ্ছে। আর তাতেই হিন্দি ছবি নিয়ে উন্মাদনা এবং হলমালিকদের উপরে ক্ষোভ বাড়ছে কলকাতার শিল্পীদের।
শোনা যাচ্ছে, ‘পাঠান’ মুক্তি পাচ্ছে বলে কলকাতার একাধিক সিঙ্গল স্ক্রিনে কেবল শাহরুখের ছবিই চলবে, সেই কয়েকদিন কোনও সিঙ্গল স্ক্রিনগুলিতে মুক্তি পাবে না অন্য বাংলা ছবি। এদিকে এইন সময়ে একাধিক ছবি মুক্তি পেয়েছে এখানে। গত এক মাস ধরে রমরমিয়ে চলছে দেব-মিঠুন চক্রবর্তীর ‘প্রজাপতি’, এছাড়া রাহুল মুখোপাধ্যায় পরিচালিত ‘দিলখুশ’ এবং কৌশিক গঙ্গোপাধ্যায় এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ‘কাবেরী অন্তর্ধান’। আর ঠিক সেই কারণে যশরাজের এই ছবি পা রাখলেই কোনও কোনও সিঙ্গল স্ক্রিন থেকে বাংলা ছবি তুলে নেওয়া হবে।
advertisement
দিলখুশ দিলখুশ
advertisement
সূত্রের খবর, যশরাজ ফিল্মস নাকি সিঙ্গল স্ক্রিনের হলমালিকদের সঙ্গে মিলে ‘নো শো’ নীতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধার্থ আনন্দের ছবি চললে অন্য ছবি চলবে না। কেউ কেউ সেই প্রস্তাবে রাজি হয়েছেন। কেউ কেউ হননি। তাই কোনও কোনও হলে আবার সিঙ্গল স্ক্রিনে 'পাঠান' দেখানো হবে না। শেষমেশ পরিস্থিতি এমন দাঁড়াল যে, ‘পাঠান’-এর জন্য বাংলা ছবি কিছু সিঙ্গল স্ত্রিনে জায়গা পাচ্ছে না।
advertisement
কাবেরী অন্তর্ধান কাবেরী অন্তর্ধান
সদ্য এক সংবাদমাধ্যমে কৌশিক গঙ্গোপাধ্যায় নিজের ছবির মুক্তি নিয়ে কথা বলতে গিয়ে বলেন,  ‘‘লোকে ভুল বুঝে বলেন, ওই হল আমার ছবি চালাচ্ছে না। এগজিবিটর এবং রিজিওনাল ডিস্ট্রিবিউটার, তাঁদের কোনও দোষ নেই। এই যে ‘পাঠান’ আসছে, প্রযোজনা সংস্থা থেকে বলে পাঠানো হয়েছে, যে যে সিঙ্গল স্ক্রিন আমাদের ছবি চালাবে, তাদের সবগুলো শো চালাতে হবে। অন্য কোনও ছবি চালাতে পারবে না। সাবটাইটালে বলা, রিজিওনাল ফিল্ম চালানো যাবে না। তাই বাংলাতে বাংলা ছবি চালানো যাচ্ছে না। গোটা প্যান্ডেমিকে এগজিবিটাররা বসিয়ে-বসিয়ে কর্মচারীদের রেখেছে। তাঁরা এই ক্ষতি বহন করতে পারবে না। তাঁরা উপায়হীন। তাঁদের হিন্দি ছবি চালাতেই হবে…ওদের সাহসটা হয় কীভাবে এটা বলার, যে আমাদের ছবিই চালাতে হবে, না হলে কোনও শো দেব না। অসহায় হয়ে গিয়েছে এগজিবটররা।’’
advertisement
পাশাপাশি কয়েকটি সিঙ্গল স্ক্রিনে এই শর্তে রাজি হয়নি বলে সেই হলে ‘পাঠান’ দেখানো হচ্ছে না। যেমন  নবীনা, স্টার থিয়েটার ও অশোকা ‘পাঠান’-এর জায়গায় ‘প্রজাপতি’ ও ‘দিলখুশ’ দেখাতে চায়। এমতাবস্থায় শাহরুখ খানের একটি ফ্যান ক্লাব ‘ফ্যানস ক্লাব বেহালা’ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, ‘অশোকা হলে পাঠান মুক্তি পাচ্ছে না। তাই আমাদের ইভেন্ট ‘ফাস্ট ডে ফাস্ট শো’ ২৫শে জানুয়ারি, বুধবার, বসুশ্রী হলে। সকাল ৮টা থেকে শুরু হবে প্রাক উদযাপন আর চলবে সকাল ৯টা ৪৫ অবধি। তাহলে এবার দেখা হবে হাজরা বসুশ্রী সিনেমা হলে। আমাদের সঙ্গে থাকবে ১১০০ শাহরুখ খান ফ্যানরা।’
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Pathaan or Bengali films in single screen: পাঠান চললে অন্য ছবি বাদ, নির্দেশ মানা হচ্ছে সিঙ্গল স্ক্রিনে, ধাক্কা খাচ্ছে বাংলা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement