Viral News: নতুন ছবি এলেই গাড়ি সেজে ওঠে সেই থিমে! 'বিশাহরুখ' আর রুচিই দেশের জবরা ফ্যান কাপল!

Last Updated:

শুধুই গাড়ি নয়, শাহরুখ খানের ছবি দিয়ে নিজের বাড়িটাও আগাগোড়া মুড়ে রাখেন এই দম্পতি।

নতুন ছবি এলেই গাড়ি সেজে ওঠে সেই থিমে! 'বিশাহরুখ' আর রুচিই দেশের জবরা ফ্যান কাপল!
নতুন ছবি এলেই গাড়ি সেজে ওঠে সেই থিমে! 'বিশাহরুখ' আর রুচিই দেশের জবরা ফ্যান কাপল!
লখনউ: লখনউয়ের সিং দম্পতি সাধ করে ছেলের নাম রেখেছিলেন বিশাল। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দেখা গেল যে ছেলের সাধ কেবল একটাই- শাহরুখ খান! বলিউডের জনপ্রিয় এই নায়কের প্রতি তাঁর প্রীতির কথা লখনউয়ে সর্বজনবিদিত। লোকের মুখে মুখে তাই নামই হয়ে গিয়েছে 'বিশাহরুখ'!
বিশালের স্ত্রী রুচিরও শাহরুখ খান ছাড়া অন্য কিছুতে রুচি নেই। স্বামী-স্ত্রী মিলে আজ তাই যেন সেকেন্ড গোনা শুরু করে দিয়েছেন। ২৫ জানুয়ারি মুক্তি পাবে যশ রাজ ফিল্মস-এর ছবি পাঠান; দীপিকা পাড়ুকোন, জন আব্রাহামদের ভিড় ঠেলে এই দম্পতি শুধুই দেখবেন তাঁদের পছন্দের নায়ককে।
advertisement
advertisement
অবশ্য, প্রতীক্ষার প্রহর গোনা হালফিলে চলছে বললে বিশাল সিং একটু আপত্তি করতেও পারেন। যে দম্পতি শাহরুখ খানের প্রতি নতুন ছবির সঙ্গে প্রত্যেকবার গাড়ির রঙ আর থিম বদলে ফেলেন, তাঁদের তো তা গায়ে লাগারই কথা! যেমন সাফ জানিয়েছেনও বিশাল- বহু বছর ধরে তাঁর ইচ্ছা ছিল শাহরুখ খানকে একটা অ্যাকশন ছবিতে দেখার, এত দিনে এসে এবার পাঠান-এর দৌলতে সেই ইচ্ছা পূর্ণ হতে চলেছে।
advertisement
তবে, শুধুই গাড়ি নয়, শাহরুখ খানের ছবি দিয়ে নিজের বাড়িটাও আগাগোড়া মুড়ে রাখেন এই দম্পতি। বাড়ির দেওয়ালে তো প্রিয় অভিনেতার ছবি অনেকেই লাগান, বিশালের বাড়ির সিলিংয়ে পর্যন্ত শাহরুখ খানের ছবি থাকে। দরজা খুলতে গেলে সেখানেও চোখে পড়ে শাহরুখের ছবি। টেবিলে এসে খেতে বসলে টপেও দেখা মিলবে শাহরুখের। এসি-র গায়েও শাহরুখ! বাথরুম? আলবাত; সেটাও শাহরুখ খানের ছবি দিয়েই সাজানো!
advertisement
ফলে, বিশাল আপাতত বিশাল উত্তেজিত হয়ে রয়েছেন। সবার প্রতি তাঁর বার্তা- পারলে মুম্বইয়ের মরাঠা মন্দির প্রেক্ষাগৃহে গিয়ে যেন ছবিটা দেখা হয়। তিনি নিজেও তাই করবেন। সঙ্গে নিয়ে যাবেন বৃদ্ধাশ্রম এবং অনাথাশ্রমের বাসিন্দাদের, সবাইকে মিষ্টিও বিলোবেন। এক ফাঁকে ঘুরে আসবেন নায়কের বাড়ি মন্নত থেকেও। তা ছাড়া ওই মরাঠা মন্দিরেই তো বছরের পর বছর ধরে চলে শাহরুখ খানের ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’। ওই রেকর্ড কেউ ভাঙতে না পারলেও বিশালের আশা- পাঠান তা চুরমার করবে।
advertisement
করে কি না, সে দেখা যাবে! আপাতত রুচির একটাই বক্তব্য- সবাই যেন হলে গিয়েই ছবিটা দেখেন। করোনার দুঃসময় পেরিয়ে এত দিন পরে পুরো ভর্তি হলে যাওয়ার সুযোগ পাচ্ছি আমরা সবাই, তার উপরে শাহরুখ খানের ছবি বলে কথা, ফলে ভাল যে লাগবেই, তা একেবারে হলফ করে বলছেন রুচি।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Viral News: নতুন ছবি এলেই গাড়ি সেজে ওঠে সেই থিমে! 'বিশাহরুখ' আর রুচিই দেশের জবরা ফ্যান কাপল!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement