Bengali Cinema: জমিদার হয়ে দৃষ্টিশক্তি হারিয়েছেন ঋত্বিক! বিশেষ লুকে নজর কাড়লেন ইন্দ্রনীল, রইল ছবি
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
ঋত্বিক- ইন্দ্রনীল ছাড়া রয়েছে এই ছবিতে একঝাঁক তারকা। ছবিতে প্রধান চরিত্রে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী, ইন্দ্রনীল সেনগুপ্ত, দর্শনা বনিক, জয় সেনগুপ্ত, অয়ন্তীকা বন্দ্যোপাধ্যায়, প্রদীপ ভট্টাচার্য, রৌনক ভট্টাচার্য ছাড়া আরো অন্যান্য তারকা মুখ।
কলকাতা: আগামী ২১শে ফেব্রুয়ারিতে বড়োপর্দায় মুক্তি পাবে “পরিচয় গুপ্ত”। পরিচালক রণ রাজের পরিচালনায় ঋত্বিক চক্রবর্তী ও ইন্দ্রনীল সেনগুপ্তকে নিয়ে পারিবারিক রহস্য ছবি “পরিচয় গুপ্ত”। ঋত্বিক- ইন্দ্রনীল ছাড়া রয়েছে এই ছবিতে একঝাঁক তারকা। ছবিতে প্রধান চরিত্রে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী, ইন্দ্রনীল সেনগুপ্ত, দর্শনা বনিক, জয় সেনগুপ্ত, অয়ন্তীকা বন্দ্যোপাধ্যায়, প্রদীপ ভট্টাচার্য, রৌনক ভট্টাচার্য ছাড়া আরো অন্যান্য তারকা মুখ। ছবির ফার্স্ট লুকে প্রকাশ্যের পর থেকে বেশ গুঞ্জন হয়েছে এই ছবি নিয়ে।
পরিচালক রণ রাজ জানান “ছবির টাইটেল শুনে বোঝা যাচ্ছে কোনও কিছুর পরিচয় গোপন রয়েছে এই গল্পে। সমাজের প্রতিটি মানুষের মধ্যে একটি পরিচয় গোপন থাকে। কিন্তু সমাজের চাপে, পরিবারের চাপে হয়তো সেই গোপন প্রতিভাকে নিজেকে আটকে রাখতে হয়। আর সেই নিয়ে পরিচয় গুপ্ত”।
advertisement
advertisement
এই ছবিতে অভিনেতা ঋত্বিক চক্রবর্তীকে দেখা যাবে এক জমিদারের চরিত্রে যাঁর দৃষ্টিশক্তি নেই। অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর লুকে রয়েছে বেশ চমক৷ ইন্দ্রনীল একজন সুদর্শন প্রত্নতাত্বিক ।

পাশাপাশি অভিনেতা জয় সেনগুপ্তের চরিত্র লুকে রয়েছে বিশেষ ঝলক৷ সব মিলিয়ে টিজারের প্রতিটি ঝলকে রয়েছে আলাদা একটি থ্রিলার ভাব।
advertisement

ছবির শ্যুটিং হয়েছে কলকাতা ও কলকাতার পার্শ্ববর্তী জমিদারি এলাকায়। চলতি বছরের ২১শে ফেব্রুয়ারী “পুর্ণাঞ্জলী মিডিয়া প্রাইভেট লিমিটেড” ও ” পান্ডে মোশান পিকচার্স” এর ব্যানারে মুক্তি পাবে রণ রাজের ছবি “পরিচয় গুপ্ত”।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 03, 2025 7:42 PM IST