হোম /খবর /বিনোদন /
রবীন্দ্রজয়ন্তী আগে জুটি বাঁধলেন পরম-অন্তরা! অনুরাগীদের দিলেন বিশেষ উপহার

Parambrata Chatterjee || Antara Nandy: রবীন্দ্রজয়ন্তী আগে জুটি বাঁধলেন পরম-অন্তরা! অনুরাগীদের দিলেন বিশেষ উপহার

পরম-অন্তরা

পরম-অন্তরা

টলিউডের ব্যস্ততম অভিনেতাদের মধ্যে অন্যতম হলেন পরমব্রত চট্টোপাধ্যায়। আগামীকাল রবীন্দ্রজয়ন্তী আর তার আগেই পরম দিলেন বিশেষ উপহার। 'নন্দী সিস্টার্স' নামে খ্যাত দুই বোন অন্তরা নন্দী ও অঙ্কিতা নন্দী। বর্তমানে সঙ্গীত জগতের খুব উল্লেখযোগ্য নাম। আর এবার অন্তরার সঙ্গে গান গাইতে দেখা গেল পরমব্রতকে।

আরও পড়ুন...
  • Share this:

টলিউডের ব্যস্ততম অভিনেতাদের মধ্যে অন্যতম হলেন পরমব্রত চট্টোপাধ্যায়। আগামীকাল রবীন্দ্রজয়ন্তী আর তার আগেই পরম দিলেন বিশেষ উপহার। ‘নন্দী সিস্টার্স’ নামে খ্যাত দুই বোন অন্তরা নন্দী ও অঙ্কিতা নন্দী। বর্তমানে সঙ্গীত জগতের খুব উল্লেখযোগ্য নাম। আর এবার অন্তরার সঙ্গে গান গাইতে দেখা গেল পরমব্রতকে।

অভিনেতাকে এর আগে নানা ভূমিকায় পেয়েছে দর্শকরা। কখনও তিনি নায়ক আবার কখনও পরিচালক। পাশাপাশি তাঁকে সঞ্চালনা করতেও দেখা গিয়েছে। কিন্তু গায়ক পরমব্রতকে খুব কমই দেখার সুযোগ পেয়েছে তাঁর অনুরাগীরা। এই ব্যস্ততার মাঝেও সময় পেলেই অভিনেতা বসে পড়েন তার গিটার বা ইউকুলেলে নিয়ে।

আরও পড়ুন: সাতপাকে বাঁধা পড়তে চলেছেন ‘রাঙাবউ’ শ্রুতি! নিজেই জানালেন কবে বিয়ে করবেন

অন্যদিকে সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র অন্তরা। তিনি এবং তাঁর বোন অঙ্কিতা সোশ্যাল মিডিয়াতে একসঙ্গে গান গেয়ে তাঁদের পেজ থেকে শেয়ার করতেন। সেখান থেকেই ভাইরাল হন ‘নন্দী সিস্টার্স’। তারপর বহু গুণী সঙ্গীতশিল্পী ও সঙ্গীত পরিচালকের সঙ্গে কাজ করেছেন অন্তরা। তাদের মধ্যে অন্যতম হলেন এ আর রহমান। উইন্ডোজের আসন্ন ছবি ‘রক্তবীজ’-এও গান করতে দেখা যাবে এই নান্দী সিস্টার্সকে।

আরও পড়ুন: কাজল-আমিরের সঙ্গে নৈশপার্টিতে যিশু! কারণ জানলে চমকে উঠবেন

আর এবার পরম জুটি বাঁধলেন অন্তরার সঙ্গে। তিনি এবং অন্তরা একসঙ্গে ইউকুলেলে বাজিয়ে গান গেছেন। ‘তুমি কেমন করে গান কর হে গুণী’ গানে গলা মিলিয়েছিলেন তাঁরা। গানটির ভিডিও অন্তরা নিজের ফেসবুক পেজ শেয়ার করে নেন।

 

ক্যাপশনে লেখেন ‘ফেলুদা খুবই জনপ্রিয়, বিশেষ করে বাঙালিদের মধ্যে। এটি বাংলার অত্যন্ত গুরুত্বপূর্ণ আইকনিক চরিত্র ! আর আমার সঙ্গে আজ এখানে নতুন প্রজন্মের ফেলুদা। তাঁর সঙ্গে কবি গুরুর ‘তুমি কেমন করে গান করো হে গুণী’-তে একদম ক্যাজুয়ালি গলা মেলালাম। ‘সাবাশ ফেলুদা’র জন্য শুভকামনা রইল পরমব্রত চট্টোপাধ্যায় দাদা। এই সিরিজটি এখন ‘জি ফাইভ’-এ দেখতে পাবেন। প্রচুর ভুল ত্রুটি হয়েছে দয়া করে ক্ষমা করে দেবেন।’ ভিডিওটি প্রকাশ্যে আসতেই কিছুক্ষণের মধ্যেই দ্রুত গতিতে ভাইরাল হয়ে পড়ে।

Published by:Sayani Rana
First published:

Tags: Antara Nandy, Parambrata Chatterjee, Singer