টলিপাড়ায় এখন বিয়ের সানাই। সদ্যই সাতপাকে বাঁধা পড়লেন অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। আর এ বার পালা 'রাঙা বউ'-এর 'পাখি' ওরফে শ্রুতি দাসের। সুদীপ্তার বিয়েতে গিয়ে একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকারের সময় অভিনেত্রী নিজেই জানান, তিনি খুব শীঘ্রই গাঁটছাড়া বাঁধতে চলেছেন তাঁর প্রেমিক পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে।
'ত্রিনয়নী' দিয়ে অভিনয় জগতে পা রাখেন শ্রুতি। তারপর 'দেশের মাটি', বর্তমানে 'রাঙা বউ'-এ অভিনয় করে বারবার দর্শকদের নজর কেড়েছেন তিনি। তাঁর অভিনয়ের গুণে মুগ্ধ হয়েছে বহু মানুষ। তবে অভিনেত্রীকে নানা সময় তাঁর চেহারা নিয়ে অনেক কটুক্তির শিকার হতে হয়েছে। কিন্তু স্পষ্ট বক্তা শ্রুতি কখনওই চুপ করে থাকেনি।