Kajol || Jishu Sengupta: কাজল-আমিরের সঙ্গে নৈশপার্টিতে যিশু! কারণ জানলে চমকে উঠবেন
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
আর এবার পালা বাংলার আর এক জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্তর। সুপর্ণ ভার্মার পরিচালনায় কাজলের ডেবিউ সিরিজ 'দ্য গুড ওয়াইফ'-এ অভিনেত্রীর সঙ্গে তাঁকেও দেখা যাবে।
টলিউডের দাপুটে সব অভিনেতাদের বলিউড ওয়েব সিরিজে কাজ করার প্রবণতা দেখা যাচ্ছে বেশ কয়েক বছর ধরে। কিছুদিন আগেই প্রসেনজিত চট্টোপাধ্যায় ‘জুবিলি’র হাত ধরে ওটিটিতে ডেবিউ করলেন। আর এবার পালা বাংলার আর এক জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্তর। সুপর্ণ ভার্মার পরিচালনায় কাজলের ডেবিউ সিরিজ ‘দ্য গুড ওয়াইফ’-এ অভিনেত্রীর সঙ্গে তাঁকেও দেখা যাবে।
সিরিজের নামভূমিকায় থাকছেন কাজল। এটি মূলত ‘দ্য গুড ওয়াইফ’ নামের আমেরিকান কোর্টরুম সিরিজের গল্প অবলম্বনে তৈরি হয়েছে। আমেরিকান সিরিজে মুখ্য চরিত্রে ছিলেন জুলিয়ানা মার্গুলিস। এখানে সেই চরিত্রটি করবেন কাজল। আমেরিকান এই সিরিজটির মোট সাতটি সিজন রয়েছে। ২০০৯ থেকে শুরু করে ২০১৬ পর্যন্ত চলেছিল সিরিজটি। কাজলকে এখানে একজন গৃহবধূর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। যে তার স্বামী জেলে যাওয়ার পর আবার আইনজীবী হিসেবে কাজ করতে শুরু করে। সিরিজটি ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে।
advertisement
advertisement
এই সিরিজের কলাকুশলীদের নিয়ে পরিচালক সুপর্ণ একটি পার্টির আয়োজন করেন। সেখানে উপস্থিত ছিলেন কাজল, যিশু, আমির আলি, প্রমুখ। পার্টিতে, কাজল একটি সাদা-কালো পোশাক পরেছিলেন। যিশু পরেছিলেন একটি কালো শার্ট-প্যান্ট। শনিবার কাজলের সঙ্গে তোলা একটি সেলফি যিশু ইনস্টাগ্রাম স্টোরিজে পোস্ট করেন। সঙ্গে পুরো টিমের সঙ্গে তোলা একটি ছবিও শেয়ার করেন। ছবির ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘দ্য গুড টিম’ পাশাপাশি কাজল ও সুপর্ণকে ট্যাগও করেন। কাজল তাঁর ইনস্টাগ্রামে স্টোরিটি আবার রিপোস্ট করে, লিখেন, “আরও অনেক নাম মনে আসে… পাগল দল! মজার দল, ব্যাকবেঞ্চার দল!”
advertisement
আমির আলি ইনস্টাগ্রামে সিরিজের কলাকুশলীদের নিয়ে একটি ছবি শেয়ার করেন। ছবিতে কাজল, যীশু সেনগুপ্ত, শিবা চাড্ডা, কুব্রা শেঠ এবং আরও অনেকে ছিলেন। সবাই ক্যামেরায় বিভিন্ন পোজ দিতে গিয়ে হাসছিলেন। এই ছবির ক্যাপশনে আমির লিখেছেন ‘হ্যাঁ, আমরা শীঘ্রই আসছি। আর এত সুন্দর একটা সন্ধে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ মিস্টার পরিচালক সুপর্ণবর্মা’।
Location :
Kolkata,West Bengal
First Published :
May 07, 2023 2:21 PM IST