Shah Rukh Khan: 'পাঠান'-এর পর হাড়হিম করা লুকে 'জাওয়ান' হয়ে ফিরেছেন শাহরুখ! প্রকাশ্যে এল ছবি মুক্তির দিন
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
'পাঠান' ঝড়ের রেশ কাটতে না কাটতেই জওয়ান নিয়ে পর্দায় ফিরছেন কিং খান। একেবারে নতুন অবতারে বলিউড বাদশা। রেড চিলি এন্টারটেনমেন্টের পক্ষ থেকে শনিবার মুক্তি পেল ছবির টিজার। পাশাপাশি প্রকাশ্যে এল ছবি মুক্তির দিন। ছবিতে একেবারে অন্য রূপে ধরা দিলেন শাহরুখ খান। দেখে হাড়হিম হয়ে যাবে।
‘পাঠান’ ঝড়ের রেশ কাটতে না কাটতেই জওয়ান নিয়ে পর্দায় ফিরছেন কিং খান। একেবারে নতুন অবতারে বলিউড বাদশা। রেড চিলি এন্টারটেনমেন্টের পক্ষ থেকে শনিবার মুক্তি পেল ছবির টিজার। পাশাপাশি প্রকাশ্যে এল ছবি মুক্তির দিন। ছবিতে একেবারে অন্য রূপে ধরা দিলেন শাহরুখ খান। দেখে হাড়হিম হয়ে যাবে।
চার বছর পর ‘পাঠান’-এর হাত ধরে কেন্দ্রীয় চরিত্রে ফিরেছেন শাহরুখ। ছবি মুক্তির আগেই ছবি নিয়ে শুরু হয়েছিল নানা জল্পনা, পাশাপাশি উঠেছিল বয়কটের ডাক। কিন্তু সব কিছুকে ব্যর্থ করে সবার মন জয় করে নিয়েছিল এই ছবি। ‘পাঠান’ জ্বরে কাবু হয়েছিল শুধু ভারত নয় গোটা বিশ্ব। ভেঙে দিয়েছে বহু ছবির রেকর্ড।
advertisement
advertisement
আর ‘পাঠান’-এর পর এবার শাহরুখকে দেখা যাবে ‘জাওয়ান’ ছবিতে। আজ মুক্তি পেল ছবির টিজার। যেখানে দেখা যাচ্ছে গিয়েছে চারিদিক অন্ধকার, আকাশে ঘন কালো মেঘ, তার মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে। আর তার মাঝেই বল্লম হাতে জওয়ান বেশে আসছেন শাহরুখ। এই ছবিতে প্রযোজকের ভূমিকায় থাকবেন শাহরুখ পত্নী গৌরী খান। চলতি বছরের ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে এই ছবি।
advertisement
#Jawan #7thSeptember2023 pic.twitter.com/b0sOsSTSay
— Red Chillies Entertainment (@RedChilliesEnt) May 6, 2023
তবে এখানেই চমকের শেষ না। বিখ্যাত চলচ্চিত্র সমালোচক তরণ আদর্শ তাঁর ট্যুইটার অ্যাকাউন্ট থেকে এই সিনেমার টিজার শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন ‘অপেক্ষা শেষ… SRK – ATLEE: ‘JAWAN’ ৭ সেপ্টেম্বর… পরিচালক#SRK ও #Atlee #Jawan-এর নতুন মুক্তির তারিখ ঘোষণা করেছেন: ৭ সেপ্টেম্বর ২০২৩।’
Location :
Kolkata,West Bengal
First Published :
May 06, 2023 8:29 PM IST