Bengali Movie || Jaya Ahsan: কৌশিকের 'অর্ধাঙ্গিনী' চূর্ণীর সঙ্গে জুটি বাঁধলেন জয়া! প্রকাশ্যে এল ছবি মুক্তির দিন
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
বিজয়া, বিসর্জনের পর ফের কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় 'অর্ধাঙ্গিনী' জয়া আহসান। বহুদিন ধরেই শোনা যাচ্ছিল কৌশিকের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন জয়া। ২০১৯ এর শুরু হয়েছিল ছবির শুটিং। অবশেষে ছবি মুক্তির দিন সোশ্যাল মিডিয়ায় জানালেন অভিনেত্রী স্বয়ং।
বিজয়া, বিসর্জনের পর ফের কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় ‘অর্ধাঙ্গিনী’ জয়া আহসান। বহুদিন ধরেই শোনা যাচ্ছিল কৌশিকের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন জয়া। ২০১৯ এর শুরু হয়েছিল ছবির শুটিং। অবশেষে ছবি মুক্তির দিন সোশ্যাল মিডিয়ায় জানালেন অভিনেত্রী স্বয়ং।
মূলত দুই নারীর জীবনের গল্প বলবে এই সিনেমা। যেখানে জয়া সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ নারী চরিত্রে থাকছেন চূর্ণী গঙ্গোপাধ্যায় । না না ঘটনাচক্রে বদলে যাওয়া পরিস্থিতিতে কী ভাবে এক সুতো বাঁধা পড়বে দুই নারীর জীবন তাই নিয়েই অর্ধাঙ্গিনীর গল্প। এখানে চূর্ণী বা জয়ার বিপরীতে কৌশিক কে দেখা যাবে কিনা সেই নিয়ে অবশ্য এখনও ধোঁয়াশা রয়েছে।
advertisement
advertisement
এই ছবিতে চূর্ণী ও জয়ার পাশাপাশি রয়েছেন অম্বরীশ ভট্টাচার্য ও পূরব শীল আচার্য। অম্বরিশকে এখানে একদম নতুন ভাবে দেখা যাবে। জানা গিয়েছে এখানে তাঁকে গায়কের ভূমিকায় দেখা যাবে। পূরবকে এর আগে আমরা ‘লক্ষ্মী ছেলে’ ছবিতে দেখেছি। এই সিনেমাতেও তিনি থাকছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে।
advertisement
২০১৯ সালে দুর্গা পূজোর পর শুরু হয়েছিল এই ছবির শ্যুটিং। মাঝে পেরিয়ে গিয়েছে বেশ কয়েক বছর। তারপর অবশেষ জয়া নেট মাধ্যমে নিজেই তার অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন ছবি মুক্তির তারিখ। তিনি জানালেন চলতি বছরের ২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। সঙ্গে ক্যাপশনে লিখলেন ‘সত্যি কি অর্ধেক হয়?’ এখন দেখার পালা কৌশিক জয়ার হিট জুটি আবার ‘অর্ধাঙ্গিনী’তে সেই ম্যাজিক দেখাতে পারে কিনা।
Location :
Kolkata,West Bengal
First Published :
May 06, 2023 6:53 PM IST