টলিপাড়ায় এখন বিয়ের মরসুম। সদ্যই সাতপাকে বাঁধা পড়লেন অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। আর এবার 'আলতা ফড়িং'-এর অমৃতা ওরফে মিষ্টি সিং ঘোষণা করলেন বিয়ের দিনক্ষণ। 'আঁচল' সিরিয়ালের 'ভাদু' চরিত্র দিয়েই তিনি ইন্ডাস্ট্রিতে পা রাখেন। তারপর নানা চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নেন। কিছুদিন আগেই শেষ হল স্টার জলসার মেগা 'আলতা ফড়িং'। সেখানে তিনি 'অমৃতা'র চরিত্রে অভিনয় করেছেন। 'আলতা ফড়িং'-এর পর কিছুদিনের যে বিরতি পেয়েছেন অভিনেত্রী, তাতেই সেরে ফেলতে চাইছেন জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় বিয়ে।