পরম-সোহিনীর সঙ্গে 'চল রাস্তায় সাজি ট্রাম লাইন', মানবজমিনের আগেই রানার সঙ্গে পরের ছবি শ্রীজাতর
- Published by:Teesta Barman
Last Updated:
শ্রীজাতর প্রথম ছবি মানবজমিন মুক্তি পাচ্ছে আগামী ৬ জানুয়ারি। তার আগেই নতুন ছবির জন্য নায়ক-নায়িকা স্থির করে ফেলেছেন তাঁরা। বহুদিন বাদে আবার পর্দায় দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায় ও সোহিনী সরকারকে।
#কলকাতা: 'মানবজমিন' মুক্তির আগেই পরের ছবির খুঁটিপুজো করে ফেললেন শ্রীজাত। সঙ্গী রানা সরকার। এই জুটির পরের ছবির ঘোষণা সম্পন্ন। এবার কেবল কাজ শুরুর অপেক্ষা। আর দেরি করতে রাজি নন পরিচালক বা প্রযোজক, কেউই। দাগ ক্রিয়েটিভ মিডিয়া এবং লর্ড অফ দ্য ইউনিভার্স প্রযোজিত 'চল রাস্তায় সাজি ট্রাম লাইন' নিয়ে হাজির হবেন কবি শ্রীজাত। কাহিনি, চিত্রনাট্য, পরিচালনা তাঁরই। প্রযোজনায় রানা।
শ্রীজাতর প্রথম ছবি মানবজমিন মুক্তি পাচ্ছে আগামী ৬ জানুয়ারি। তার আগেই নতুন ছবির জন্য নায়ক-নায়িকা স্থির করে ফেলেছেন তাঁরা। বহুদিন বাদে আবার পর্দায় দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায় ও সোহিনী সরকারকে। পরের বছরের মাঝামাঝি শুরু হবে শ্যুটিং।

advertisement
শ্রীজাত এই ছবির বিষয়বস্তু সম্পর্কে বললেন, ''কলেজ স্ট্রিট, বইপড়া, বইপাড়া নিয়ে আমার দ্বিতীয় ছবি। এখানে কলকাতার ট্রাম বিশেষ ভূমিকায় আছে। তাই জন্যেই এই ছবির নাম 'চল রাস্তায় সাজি ট্রাম লাইন'। ছবিতে এক কবির গল্প বলা হবে। এর বেশি কিছু প্রকাশ করতে চাইছি না আমরা। আপাতত চিত্রনাট্য লেখার কাজে মন দিয়েছি।''
advertisement
মানবজমিন করে ভাল লেগেছে পরমব্রতর। আবার পরের ছবির কথাবার্তা শুরু। কেমন লাগল এই গল্প? অভিনেতার কথায়, ''শ্রীজাতদার সঙ্গে আমার মানসিকতা মেলে বলেই বিশ্বাস। সত্যি বলতে কী, এই গল্পটা মানবজিনের থেকেও বেশি ভাল লেগেছে। এখনও জানি না, কীভাবে কী শুরু হবে, কিন্তু হবে, এটুকু ভরসা আছে।''
advertisement
সোহিনীর গলায় আগামী ছবি নিয়ে উত্তেজনা স্পষ্ট। সোহিনী বললেন, ''রানাদা এবং শ্রীজাতদার সঙ্গে প্রথমবার কাজ করছি। পরমদার সঙ্গে ২০১৫ সালে 'সিনেমাওয়ালা'-তে কাজ করেছি। প্রায় ৮ বছর পর আবার একসঙ্গে ছবি করব, এটাই খুব আনন্দের। শ্রীজাতদা আমার খুব পছন্দের কবি, তাঁর পরিচালনায় কাজ করার জন্য মুখিয়ে আছি।''
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 30, 2022 12:01 AM IST