Nadia News: পিকনিকে গিয়ে ধুন্ধুমার কাণ্ড! বাবা-ছেলেকে মারধর, পুড়ে ছারখার তাঁত ঘর

Last Updated:

পুড়ে ছারখার হয়ে যায় বেশ কয়েকটি তাঁত, পরিবার টের পেতেই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা, খবর দেয় শান্তিপুর থানায়

তাঁত ঘরে আগুন লাগানোর ফলে কালো হয়ে গিয়েছে বেশ কিছু জায়গা
তাঁত ঘরে আগুন লাগানোর ফলে কালো হয়ে গিয়েছে বেশ কিছু জায়গা
#শান্তিপুর: শীতকালে বিভিন্ন এলাকায় পিকনিক হতে দেখা যায়। বড়দিন থেকে শুরু করে নতুন বছরকে স্বাগত জানিয়ে বিভিন্ন মানুষেরা করে থাকেন পিকনিক। এবার সেই পিকনিক করাকে কেন্দ্র করে করে বচসা, এরপর বাবা ও ছেলেকে বেধড়ক মারধর। থানায় অভিযোগ জানালে গভীর রাতে বাড়িতে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, এছাড়াও ভাঙচুর চালিয়ে তাঁতঘরে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। ঘটনাটি শান্তিপুর ফুলিয়ার মঠপাড়া এলাকার। ওই এলাকার বাসিন্দা লিলু পাল অভিযোগ করেন গত রবিবার রাতে এলাকায় পিকনিক করাকে কেন্দ্র করে তাঁর ছেলের সঙ্গে বচসা হয় প্রতিবেশী বেশ কিছু যুবকদের।
পরের দিন বাবা লিলু পালকে রাস্তায় ধরে এলাকারই বেশকিছু যুবক কোনও কথা না বলেই বেধড়ক মারধর শুরু করে। এই ঘটনায় শান্তিপুর থানায় লিখিত অভিযোগ করেন লিলু পাল। থানায় অভিযোগ করাতে ছেলে কৃষ্ণ পালকেও বেধড়ক মারধর করে ওই যুবকেরা বলে জানায় ওই যুবক। এই ঘটনায় আবারও শান্তিপুর থানায় লিখিত অভিযোগ করে আক্রান্ত কৃষ্ণ পাল।
advertisement
advertisement
অভিযোগ গভীর রাতে লিলু পালের গোটা পরিবার ঘুমন্ত অবস্থায় থাকায় তাদের বাড়িতে চড়াও হয় প্রতিবেশী একদল দুষ্কৃতি। এরপর তাঁত ঘরে ভাঙচুর চালানো শুরু করে, এছাড়াও আগুন লাগিয়ে দেয় তাঁত ঘরে। পুড়ে ছারখার হয়ে যায় বেশ কয়েকটি তাঁত, পরিবার টের পেতেই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। খবর দেয় শান্তিপুর থানায়। স্বাভাবিকভাবেই এই ঘটনা যেটা রীতিমতো চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। এবং তারপর থেকে আতঙ্কে রয়েছেন গোটা পরিবার বলে জানা যায়।
advertisement
এরপর সকালে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনা খতিয়ে দেখার চেষ্টা করে। যদিও পরিবারের দাবি প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তাঁদের। পরিবারের এও দাবি এখন পুলিশ যদি দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা না নেয় তাহলে প্রাণ সংশয়ে ভুগছেন তাঁরা। এখন দেখার একই পরিবারের সঙ্গে বারবার ঘটে যাওয়া ঘটনা নিয়ে পুলিশ কি করা পদক্ষেপ গ্রহণ করে।
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: পিকনিকে গিয়ে ধুন্ধুমার কাণ্ড! বাবা-ছেলেকে মারধর, পুড়ে ছারখার তাঁত ঘর
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement