East Bardhaman News : সামনেই পঞ্চায়েত নির্বাচন! নয়া প্রতিশ্রুতি দেনুড় গ্রাম পঞ্চায়েত প্রধানের

Last Updated:

East Bardhaman News : কেমন রয়েছে মন্তেশ্বরের দিনুর গ্রাম পঞ্চায়েতের গ্রামগুলি চলুন দেখে নিই...

+
দেনুড়

দেনুড় গ্রাম পঞ্চায়েত

#পূর্ব বর্ধমান: সামনেই পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলি শুরু করেছে নিজেদের ঘুঁটি সাজানো। অন্যান্য জেলার মতো পুর্ব বর্ধমান জেলাতেও রাজনৈতিক দলগুলি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি। পঞ্চায়েত ভোটের আগেই বকেয়া কাজ সেরে ফেলতে চাইছে পঞ্চায়েত সমিতিগুলি। সেরকমই পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের ব্লকের দেনুর গ্রাম পঞ্চায়েতের হাল হাকিকত জানতে পৌঁছে গিয়েছিলাম আমরা। কথা বলেছিলাম গ্রামের মানুষদের সঙ্গে। কি পেলেন গ্রামবাসীরা? কেমন কাজ হয়েছে গোটা গ্রামে?
গ্রামবাসীদের একাংশের অভিযোগ, পানীয় জলের সমস্যা কিছুতেই মেটে না। এদিকে ১০০ দিনের কাজ করেও মিলছে না টাকা। রাস্তাঘাটের বেহাল দশা। ভোট আসে ভোট যায় প্রতিশ্রুতিরও বন্যা বয়ে যায়। তবে অভাব অভিযোগ শোনেন কজন?
advertisement
advertisement
এদিকে গ্রাম পঞ্চায়েত প্রধান বলেন, পাতুন এবং দাওকা ডাঙা এর চলাচলকারী রাস্তার বেহাল দশা রয়েছে। ইতিমধ্যেই সেই রাস্তা তৈরীর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত মেরামত হবে রাস্তাটি। দুয়ারে সরকার প্রকল্পের মধ্যে দিয়ে ইতিমধ্যে পঞ্চায়েতের বেশিরভাগ এলাকার মানুষদের সমস্যা সমাধান করা গিয়েছে। তবে এখনও কিছু অভাব অভিযোগ রয়েছে। চেষ্টা করা হচ্ছে অভাব অভিযোগ যাতে একেবারেই আর না থাকে। তিনি আরও বলেন , অভাব অভিযোগ তো রয়েছে, তবে পাড়ায় পাড়ায় সমাধানের মাধ্যমে ৯৮% সমস্যা দূর করা গিয়েছে। আর বাকি যা যা অভাব অভিযোগ রয়েছে আশা করছি ভোটের অর্থাৎ পঞ্চায়েত ভোটের আগে সমস্ত দূর করা সম্ভব হবে।
advertisement
Malobika Biswas
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News : সামনেই পঞ্চায়েত নির্বাচন! নয়া প্রতিশ্রুতি দেনুড় গ্রাম পঞ্চায়েত প্রধানের
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement