Pankaj Udhas: 'চিঠ্ঠি আয়ি হ্যায়' নিয়ে দ্বিধায় ছিলেন পঙ্কজ! কেন সঙ্কোচ ছিল তাঁর, জানালেন মহেশ

Last Updated:

Pankaj Udhas: তাঁর অন্যতম জনপ্রিয় গজল 'চিঠ্ঠি আয়ি হ্যায়' নাকি পঙ্কজ এক সময় গাইতেই চাননি। আসলে গানটি গাইতে না, 'নাম' ছবিতে সেই গানের সঙ্গে পর্দায় অভিনয় করতে রাজি ছিলেন না তিনি।

পৃথিবীর মায়া ত্যাগ করে অন্য সুরলোকে পঙ্কজ উধাস। যাঁর কণ্ঠ আবেগ পেত অন্য মাত্রা, তিনিই নাকি একটি গান নিয়ে ধন্দে ছিলেন। তাঁর অন্যতম জনপ্রিয় গজল ‘চিঠ্ঠি আয়ি হ্যায়’ নাকি পঙ্কজ এক সময় গাইতেই চাননি। আসলে গানটি গাইতে না, ‘নাম’ ছবিতে সেই গানের সঙ্গে পর্দায় অভিনয় করতে রাজি ছিলেন না তিনি।
মহেশ বলেন, “উনি একজন গায়ক। লাইভ অডিয়েন্সের সামনে গাইতে তিনি অভ্যস্ত। কিন্তু গানটি যে ভাবে দৃশ্যায়নের পরিকল্পনা করা হয়েছিল, তা নিয়ে উনি নিশ্চিত ছিলেন না। আমরা তাঁকে আশ্বাস দিয়েছিলাম যে, তাঁকে পর্দায় নিজের মতোই থাকতে হবে। আমরা তাঁকে অন্য কারও মতো হতে বলিনি। আমি তাঁকে বলেছিলাম, ভেবে নিন আপনি সিঙ্গাপুর বা লন্ডনের মঞ্চে গান গাইছেন। শুধু আমরা সেটা শ্যুট করব।” কোরিওগ্রাফার সরোজ খানের সাহায্যে অবশেষে সেই গানের শ্যুট হয় ।
advertisement
advertisement
মহেশ আরও বলেন, “আমি সঞ্জয় দত্তের সঙ্গে কথা বলছিলাম। আমরা দু’জনেই দিনগুলির কথা মনে করছিলাম। উনি (পঙ্কজ) বিমানবন্দর থেকে সরাসরি সেটে আসতেন। কোনও রকম বিরতি ছাড়াই শ্যুট করতেন এবং তারপরে শো করার জন্য ফিরে যেতেন। আমি খুব সৌভাগ্যবান যে তাঁর মতো একজন মানুষের সংস্পর্শে আসতে পেরেছি।”
advertisement
দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন পঙ্কজ। অনেকদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন পদ্মশ্রী প্রাপ্ত সঙ্গীতশিল্পী। বয়সজনিত নানা ধরনের শারীরিক সমস্যাতেও ভুগছিলেন। সূত্রের খবর, কয়েক মাস আগে ক্যানসার ধরা পড়ে শিল্পীর৷ কিন্তু শেষরক্ষা হল না৷ সুরের মায়া কাটিয়ে না ফেরার দেশে পঙ্কজ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Pankaj Udhas: 'চিঠ্ঠি আয়ি হ্যায়' নিয়ে দ্বিধায় ছিলেন পঙ্কজ! কেন সঙ্কোচ ছিল তাঁর, জানালেন মহেশ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement