Pankaj Udhas Demise: পৃথিবীর মায়াত্যাগ করে অন্য সুরলোকে! শেষ বারের মতো বাড়ির পথে কিংবদন্তি পঙ্কজ
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Pankaj Udhas Demise: পঙ্কজের কন্যা নায়াব উধাস ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টে বাবার শেষকৃত্যের কথা জানিয়েছেন৷ মুম্বইয়ের ওরলি শ্মশানে গায়কের শেষকৃত্য সম্পন্ন হবে।
পৃথিবীর মায়াত্যাগ করে অন্য সুরলোকে চলে গেলেন পঙ্কজ উধাস। ৭২-এ এসে থামল তাঁর সুরেলা কণ্ঠ। যে কণ্ঠের সুরের মূর্ছনায় আবেগের বানভাসি হত এক সময়, তা স্তব্ধ হল সোমবার। সকলকে ছেড়ে চিরঘুমের দেশে পাড়ি দিলেন কিংবদন্তি শিল্পী।
পঙ্কজের কন্যা নায়াব উধাস ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টে বাবার শেষকৃত্যের কথা জানিয়েছেন৷ মুম্বইয়ের ওরলি শ্মশানে গায়কের শেষকৃত্য সম্পন্ন হবে। মঙ্গলবার পঙ্কজের মুম্বইয়ের বাসভবনে নিয়ে যাওয়া হল তাঁর দেহ। তার পরেই শুরু হবে তাঁর শেষকৃত্যের নিয়মকানুন। যে যানবাহনে পঙ্কজের দেহ শায়িত, আপাদমস্তক সেটি সাদা ফুলে মোড়া। সেটির সঙ্গেই রয়েছে পঙ্কজের কাছের মানুষেরা।
advertisement
advertisement
#WATCH | Maharashtra: Mortal remains of veteran Ghazal singer Pankaj Udhas being taken for his residence, for his last rites, in Mumbai. pic.twitter.com/rPAHDrTDfW
— ANI (@ANI) February 27, 2024
advertisement
দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন পঙ্কজ। তবে অনেকদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন পদ্মশ্রী প্রাপ্ত সঙ্গীতশিল্পী। সেই কারণে কোনও পার্টি বা অনুষ্ঠানে বিশেষ দেখা যেত না তাঁকে। বয়সজনিত নানা ধরনের শারীরিক সমস্যাতেও ভুগছিলেন। সূত্রের খবর, কয়েক মাস আগে ক্যানসার ধরা পড়ে শিল্পীর৷ কিন্তু শেষরক্ষা হল না৷ সুরের মায়া কাটিয়ে না ফেরার দেশে পঙ্কজ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 27, 2024 4:51 PM IST