Pankaj Udhas Demise: কীভাবে মৃত্যু হল পঙ্কজ উধাসের? কোন অসুখে ভুগছিলেন পদ্মশ্রী গজল কিং! জানুন সব ঘটনা

Last Updated:
Pankaj Udhas Demise: কী কারণে মৃত্যু হল গজল শিল্পীর? তা জানতেই সকলেই মরিয়া৷ পঙ্কজ উধাসের মেয়ে জানিয়েছেন, বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। এবং অনেকদিন ধরেই বিভিন্ন রোগে ভুগছিলেন। এই কারণে কোনও পার্টি বা অনুষ্ঠানে যেতেন না তিনি। বয়স বাড়ার কারণে নানা ধরনের শারীরিক সমস্যায় ভুগছিলেন শিল্পী।
1/6
২০২৪-এর শুরু থেকেই সময়টা মোটেই ভাল যাচ্ছে না বিনোদন জগতের৷  সঙ্গীত জগতে ফের নক্ষত্রপতন৷  ৭২-এ থেমে গেল সুরেলা কন্ঠ৷ সুরের জগৎ থেকে নিঃশব্দে চিরবিদায় নিলেন স্বনামধন্য গজল সঙ্গীতশিল্পী পঙ্কজ উধাস৷
২০২৪-এর শুরু থেকেই সময়টা মোটেই ভাল যাচ্ছে না বিনোদন জগতের৷ সঙ্গীত জগতে ফের নক্ষত্রপতন৷ ৭২-এ থেমে গেল সুরেলা কন্ঠ৷ সুরের জগৎ থেকে নিঃশব্দে চিরবিদায় নিলেন স্বনামধন্য গজল সঙ্গীতশিল্পী পঙ্কজ উধাস৷
advertisement
2/6
সঙ্গীতশিল্পী পঙ্কজ উধাসের প্রয়াণের খবর নিশ্চিত করেছেন শিল্পীর মেয়ে নায়াব উধাস৷ শিল্পীর মৃত্যুতে শোকের ছায়া পড়েছে সঙ্গীত জগতে৷কিংবদন্তি মৃত্যুতে কাঁদছে গোটা দেশের সমস্ত অনুরাগীরা৷  আচমকাই সকলকে ছেড়ে চিরঘুমের দেশে পাড়ি দিলেন তিনি৷
সঙ্গীতশিল্পী পঙ্কজ উধাসের প্রয়াণের খবর নিশ্চিত করেছেন শিল্পীর মেয়ে নায়াব উধাস৷ শিল্পীর মৃত্যুতে শোকের ছায়া পড়েছে সঙ্গীত জগতে৷কিংবদন্তি মৃত্যুতে কাঁদছে গোটা দেশের সমস্ত অনুরাগীরা৷ আচমকাই সকলকে ছেড়ে চিরঘুমের দেশে পাড়ি দিলেন তিনি৷
advertisement
3/6
কী কারণে মৃত্যু হল গজল শিল্পীর? তা জানতেই সকলেই মরিয়া৷ পঙ্কজ উধাসের মেয়ে জানিয়েছেন, বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। এবং অনেকদিন ধরেই বিভিন্ন রোগে ভুগছিলেন। এই কারণে কোনও পার্টি বা অনুষ্ঠানে যেতেন না তিনি। বয়স বাড়ার কারণে নানা ধরনের শারীরিক সমস্যায় ভুগছিলেন শিল্পী। তবে এর চেয়ে  বাবার অসুস্থতার নিয়ে বেশি কিছু বলেননি শিল্পীর মেয়ে।
কী কারণে মৃত্যু হল গজল শিল্পীর? তা জানতেই সকলেই মরিয়া৷ পঙ্কজ উধাসের মেয়ে জানিয়েছেন, বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। এবং অনেকদিন ধরেই বিভিন্ন রোগে ভুগছিলেন। এই কারণে কোনও পার্টি বা অনুষ্ঠানে যেতেন না তিনি। বয়স বাড়ার কারণে নানা ধরনের শারীরিক সমস্যায় ভুগছিলেন শিল্পী। তবে এর চেয়ে বাবার অসুস্থতার নিয়ে বেশি কিছু বলেননি শিল্পীর মেয়ে।
advertisement
4/6
দীর্ঘদিন ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন গজল শিল্পী পঙ্কজ৷  মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে সকাল ১১ টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিল্পী৷  সূত্রের খবর, কয়েক মাস আগে ক্যানসার ধরা পড়ে শিল্পীর৷ সেই কারণেই গত কিছুদিন  ধরে খুব একটা বাড়ির বাইরে বেরোতেন না তিনি৷
দীর্ঘদিন ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন গজল শিল্পী পঙ্কজ৷ মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে সকাল ১১ টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিল্পী৷ সূত্রের খবর, কয়েক মাস আগে ক্যানসার ধরা পড়ে শিল্পীর৷ সেই কারণেই গত কিছুদিন ধরে খুব একটা বাড়ির বাইরে বেরোতেন না তিনি৷
advertisement
5/6
পদ্মশ্রী সম্মান প্রাপ্ত শিল্পীর প্রয়াণে শোকস্তব্ধ সঙ্গীতজগৎ৷ সাধারণ মানুষ থেকে শুরু করে সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা গভীর শোকপ্রকাশ করেছেন তাঁর মৃত্যুতে৷ জানা গিয়েছে, ২৭ ফেব্রুয়ারি তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে৷
পদ্মশ্রী সম্মান প্রাপ্ত শিল্পীর প্রয়াণে শোকস্তব্ধ সঙ্গীতজগৎ৷ সাধারণ মানুষ থেকে শুরু করে সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা গভীর শোকপ্রকাশ করেছেন তাঁর মৃত্যুতে৷ জানা গিয়েছে, ২৭ ফেব্রুয়ারি তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে৷
advertisement
6/6
দীর্ঘ ৪০ বছরের বেশি সময় ধরে বলিউডে একের পর এক হিট দিয়েছেন পঙ্কজ উধাস৷ শিল্পীর গাওয়া সমস্ত গজল  সকলের মনের চিরজীবন গেঁথে থাকবে৷ সিনেমার গান থেকে অ্যালবাম, অনুষ্ঠান সবেতেই তার গাওয়া গজল শ্রোতাদের মনের রসদ৷  'নশা', 'হামসফর' 'পয়মানা', 'হসরত', -এর মতো বেশ কয়েকটি বিখ্যাত অ্যালবামও রয়েছে তাঁর । তবে  'নাম' ছবির 'চিঠঠি আয়ি হ্যয়' গানটির মধ্য দিয়ে তিনি সকলের মনে আজীবন থেকে যাবেন৷
দীর্ঘ ৪০ বছরের বেশি সময় ধরে বলিউডে একের পর এক হিট দিয়েছেন পঙ্কজ উধাস৷ শিল্পীর গাওয়া সমস্ত গজল সকলের মনের চিরজীবন গেঁথে থাকবে৷ সিনেমার গান থেকে অ্যালবাম, অনুষ্ঠান সবেতেই তার গাওয়া গজল শ্রোতাদের মনের রসদ৷ 'নশা', 'হামসফর' 'পয়মানা', 'হসরত', -এর মতো বেশ কয়েকটি বিখ্যাত অ্যালবামও রয়েছে তাঁর । তবে 'নাম' ছবির 'চিঠঠি আয়ি হ্যয়' গানটির মধ্য দিয়ে তিনি সকলের মনে আজীবন থেকে যাবেন৷
advertisement
advertisement
advertisement