Pankaj Udhas Demise: কীভাবে মৃত্যু হল পঙ্কজ উধাসের? কোন অসুখে ভুগছিলেন পদ্মশ্রী গজল কিং! জানুন সব ঘটনা
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Pankaj Udhas Demise: কী কারণে মৃত্যু হল গজল শিল্পীর? তা জানতেই সকলেই মরিয়া৷ পঙ্কজ উধাসের মেয়ে জানিয়েছেন, বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। এবং অনেকদিন ধরেই বিভিন্ন রোগে ভুগছিলেন। এই কারণে কোনও পার্টি বা অনুষ্ঠানে যেতেন না তিনি। বয়স বাড়ার কারণে নানা ধরনের শারীরিক সমস্যায় ভুগছিলেন শিল্পী।
advertisement
advertisement
কী কারণে মৃত্যু হল গজল শিল্পীর? তা জানতেই সকলেই মরিয়া৷ পঙ্কজ উধাসের মেয়ে জানিয়েছেন, বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। এবং অনেকদিন ধরেই বিভিন্ন রোগে ভুগছিলেন। এই কারণে কোনও পার্টি বা অনুষ্ঠানে যেতেন না তিনি। বয়স বাড়ার কারণে নানা ধরনের শারীরিক সমস্যায় ভুগছিলেন শিল্পী। তবে এর চেয়ে বাবার অসুস্থতার নিয়ে বেশি কিছু বলেননি শিল্পীর মেয়ে।
advertisement
advertisement
advertisement
দীর্ঘ ৪০ বছরের বেশি সময় ধরে বলিউডে একের পর এক হিট দিয়েছেন পঙ্কজ উধাস৷ শিল্পীর গাওয়া সমস্ত গজল সকলের মনের চিরজীবন গেঁথে থাকবে৷ সিনেমার গান থেকে অ্যালবাম, অনুষ্ঠান সবেতেই তার গাওয়া গজল শ্রোতাদের মনের রসদ৷ 'নশা', 'হামসফর' 'পয়মানা', 'হসরত', -এর মতো বেশ কয়েকটি বিখ্যাত অ্যালবামও রয়েছে তাঁর । তবে 'নাম' ছবির 'চিঠঠি আয়ি হ্যয়' গানটির মধ্য দিয়ে তিনি সকলের মনে আজীবন থেকে যাবেন৷