ফের বাঙালি পরিচালকের সঙ্গে পঙ্কজের জুটি, কলকাতায় শ্যুট করবেন সঞ্জনা-পার্বতীও
- Published by:Teesta Barman
Last Updated:
কেবল কলকাতা নয়, মুম্বইতেও শ্যুটিং হবে এই ছবির। সুশান্ত সিং রাজপুতের সহ-অভিনেত্রী সঞ্জনা এবং মালয়ালী অভিনেত্রী পার্বতী ছাড়াও আরও এক বাঙালি অভিনেত্রীর নাম শোনা যাচ্ছে।
#কলকাতা: ফের বাংলায় পঙ্কজ ত্রিপাঠী। দিনগোনা শুরু ভক্তদের। খুব তাড়াতাড়ি শ্যুটিং শুরু করে দেবেন নতুন ছবির শ্যুটিং। তার পরেই দুই অভিনেত্রীর সঙ্গে কলকাতা চলে আসবেন অভিনেতা। ক্যামেরার পিছনে আবারও বাঙালি পরিচালক। অনিরুদ্ধ রায়চৌধুরীর আগামী ছবি 'করক সিং'-এ পঙ্কজ জুটি বাঁধছেন সঞ্জনা সাংঘি এবং পার্বতী তিরুভথি।
কেবল কলকাতা নয়, মুম্বইতেও শ্যুটিং হবে এই ছবির। সুশান্ত সিং রাজপুতের সহ-অভিনেত্রী সঞ্জনা এবং মালয়ালী অভিনেত্রী পার্বতী ছাড়াও আরও এক বাঙালি অভিনেত্রীর নাম শোনা যাচ্ছে। যদিও সেই বিষয়ে কোনও নিশ্চিত খবর নেই। সম্ভবত এই ছবিতে দেখা যেতে পারে, বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসানকেও।
advertisement
advertisement
সদ্য ৫৩তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 'পিঙ্ক' খ্যাত পরিচালকের 'লস্ট' ছবিটির স্ক্রিনিং হয়। যা 'জি ফাইভ' ওটিটি মঞ্চে মুক্তি পাবে খুব তাড়াতাড়ি।
'করক সিং' মূলত আর্থিক তছরুপ নিয়ে তৈরি থ্রিলারধর্মী ঘরানার ছবি। ডিসেম্বরের শুরুতেই মুম্বইতে এই ছবির শ্যুটিং শুরু। তার পরে প্রায় এক মাস ধরে কলকাতা শহরে ছবিটির কাজ হবে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 29, 2022 7:18 PM IST