ওম পুরী: অন্তিম সময়ে ছিলেন না দ্বিতীয় স্ত্রী, ব্যক্তিগত জীবন মোটেও ছিল না সুখকর !
Last Updated:
৬৬ বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে যান হিন্দি ছবির জনপ্রিয় অভিনেতা ওম পুরী ৷ হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য এ খবর মোটেই সুখকর
#মুম্বই: ৬৬ বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে যান হিন্দি ছবির জনপ্রিয় অভিনেতা ওম পুরী ৷ হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য এ খবর মোটেই সুখকর নয়৷ বলিউডি অভিনেতারা শোক প্রকাশ করে জানিয়েছেন, হিন্দি ছবির জন্য ওম পুরীর প্রয়াণ বড় ক্ষতি ৷
শুধু সমান্তরাল সিনেমা নয়, বলিউডি মশালা ছবিতেও দাপিয়ে অভিনয় করে গিয়েছেন ওম পুরী ৷ তবে বলিউডে জার্নি খুব সুন্দর হলেও, ব্যক্তিগত জীবন মোটেই ভালো ছিল না ওম পুরীর ৷ প্রথম থেকেই দাম্পত্য জীবন ছিল অস্থির!
গত বছরটা মোটেই ভালো যায়নি ওম পুরীর জন্য ৷ গত বছরেই দ্বিতীয় স্ত্রী নন্দিতার থেকে বিচ্ছেদ হয়ে যান ওম পুরী ৷ ২৬ বছরের পুরনো সম্পর্ককে শেষ করতে ওম পুরী পৌঁছে ছিলেন আদালতেই ৷
advertisement
advertisement
এই ঘটনার পর থেকেই শুধু শারীরিক দিক থেকে নয়, মানসিক দিক থেকেও দুর্বল ৷
বেশিরভাগ সময়টা একাকীত্বেই কাটত ওম পুরীর ৷ তবে জীবনের শেষ দিকে প্রথন স্ত্রী ফের ফিরে এসেছিলেন ওম পুরীর জীবনে ৷ কিন্তু ততদিনে মানসিক অবসাদ জড়িয়ে ধরেছিল ওম পুরীকে ৷
জয়পুর ফিল্ম ফেস্টিভ্যালে প্রথম স্ত্রী সম্পর্কে ওম পুরী বলেছিলেন, ‘আমি ওর সঙ্গেই থাকতে চাই ৷ ও আমাকে গান রোজ রাতে গান শোনায় !’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 06, 2017 2:09 PM IST








