কলকাতা: ‘‘শ্রাবন্তীর যদি এতই সমস্যা হয় আমার ব্যাচেলর থাকা নিয়ে, তো ও করে নিক না আমাকে বিয়ে, আমার কোনও সমস্যা নেই।’’ প্রেমিকার সামনে মুখ ফসকে কী বলে ফেললেন অঙ্কুশ হাজরা? রেগে আগুন ঐন্দ্রিলা সেন। একেই তো ১৩ বছর প্রেম করার পরেও বিয়ে করতে পারছেন না। কারণ কী, কেউ জানে না। জানেন কেবল তারকা জুটি। তবে শোনা যাচ্ছে, আগামী ১৪ ফেব্রুয়ারি জানা যাবে আসল কারণ। তার আগে নানা কারণ শোনা যাচ্ছে। যার একটাও নাকি সত্যি নয়।
অনেকের ধারণা, অঙ্কুশ-ঐন্দ্রিলার বিচ্ছেদ হয়ে গিয়েছে। কিন্তু সে তথ্য ভুয়ো। দু’জনে যথেষ্ট প্রেমে আছেন, এখনও এক ছাদের তলাতেই থাকেন। তবে কী এমন ঘটল?
আরও পড়ুন: বিয়েটা হবে কিনা জানি না, ঐন্দ্রিলাকে চুমু খাওয়ার ছবি ফেসবুকে, বিস্ফোরক অঙ্কুশ!
আরও পড়ুন: অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ের আগেই ব্রেকআপ? আবীরের মধ্যস্থতায় এ কী বলে বসলেন নায়িকা!
প্রশ্নের উত্তর চাইলেন নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সোজা ফোন করে প্রশ্ন করলেন অঙ্কুশ-ঐন্দ্রিলাকে। প্রশ্ন শুনে চমকে গেলেন যুগল। তার পরই কাঁদো কাঁদেো গলায় অঙ্কুশ বললেন, ‘‘সবাই করছে একই প্রশ্ন। কী কৈফিয়ৎ দেব? লজ্জায় কিছু বলতে পারছি না। শ্রাবন্তীর যদি এতই সমস্যা হয় আমার ব্যাচেলর থাকা নিয়ে, তো ও করে নিক না আমাকে বিয়ে, আমার কোনও সমস্যা নেই।’’
View this post on Instagram
মস্করা করে নিজেই বুঝেছেন যে ঘোরতর বিপদ ঘনিয়ে এসেছে। ঐন্দ্রিলা রাগে ফুঁসছেন। পই পই করে ছুট লাগালেন। এই সমস্ত প্রচারমূলক ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ঘটনার সূত্রপাত, গত শনিবার আচমকা সোশ্যাল মিডিয়ায় একটি পুরনো ছবি পোস্ট করেন নায়িকার সঙ্গে।
দেখা যাচ্ছে, অঙ্কুশের কোলে বসে ঐন্দ্রিলা। চুম্বন করছেন একে অপরকে। সঙ্গে টলি নায়ক লেখেন, ‘কিছু বিশেষ কারণে বিয়েটা হবে কি না জানি না। কিন্তু এই ১৪ ফেব্রুয়ারি আমাদের সম্পর্কের ১৩ বছর পূর্ণ হবে। আমার জন্মদিনে এর থেকে বড়ো উপহার আর কী-ই হতে পারে? বাকিটা ব্যক্তিগত।’
তার পর থেকেই হইচই শুরু। একের পর এক ভিডিও প্রকাশ পেতে থাকে সোশ্যাল মিডিয়ায়। বিয়ে কেন হচ্ছে না, তার কারণ জানা যাবে ১৪ ফেব্র্ুয়ারি। এ কথা স্পষ্ট, আগামী ১৪ ফেব্রুয়ারি কিছু ধমাকা হতে চলেছে। আবীর চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে ভিডিও দেখে অনেকেরই ধারণা নতুন কোনও ছবি আসতে চলেছে। আর তারই প্রচারে এই সমস্ত ভিডিও।
প্রসঙ্গত, ঐন্দ্রিলা, অঙ্কুশ এবং শ্রাবন্তী তিনজনেই খুব ভাল বন্ধু। তা তাঁদের সোশ্যাল মিডিয়ায় নজর রাখলেই স্পষ্ট হয়। গত বছর শ্রাবন্তীর সঙ্গে শ্যুট করতে লন্ডন গিয়েছিলেন অঙ্কুশ। তাঁদের ছবির তলায় গিয়ে মস্করা করে ঐন্দ্রিলা লেখেন, ‘আমি আসছি।’ শ্রাবন্তীর উত্তর, ‘এসো বেবি’। তা ছাড়া তিনি নিজেই শ্রাবন্তী-অঙ্কুশের ছবি তুলে দিয়েছেন একাধিকবার। তাই এই ভিডিও যে সম্পূর্ণ মস্করা করার জন্যেই এবং প্রচারমূলক, তা বোঝাই যায়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।