মুম্বই : শিরোনামে প্রায়ই জায়গা করে নেন অজয় দেবগণ ও কাজলের কন্যা নাইসা ৷ সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় এই তারকাকন্যা ৷ মাঝে মাঝেই নিজের ও বন্ধুবান্ধবদের ছবি শেয়ার করেন তিনি ৷ নাইসা এখন ছুটি কাটাচ্ছেন স্পেনে ৷ তাঁদের এই মজার সফরের ছবি শেয়ার করেছেন নাইসার এক বন্ধু অরহান অওত্রামণি ৷ বলিউডের অন্দরমহলে কান পাতলে শোনা যায়, শ্রীদেবীকন্যা জাহ্নবীর বয়ফ্রেন্ড এই অরহান ৷
শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে স্পেনের সুদৃশ্য রাজপথে বন্ধুদের সঙ্গে হাসিঠাট্টায় মশগুল নাইসা ৷ তাঁর পরনে ফুলহাতা টপ এবং শরীরচাপা হ্রস্ব স্কার্ট ৷ পায়ে সাদা স্নিকার্স ৷ সম্প্রতি নাইসাকে দেখা গিয়েছে আমস্টারডমে জাহ্নবীর সঙ্গে লাঞ্চ করছেন ৷ অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে সে ছবি শেয়ার করেছিলেন নাইসা ৷ দুই বান্ধবীকেই সেখানে দেখা গিয়েছিল লাল পোশাকে ৷
নাইসা এখন বিদেশে পড়াশোনা করছেন ৷ সুইৎজারল্যান্ডের গ্লায়ন ইনস্টিটিউট অব হায়ার এডুকেশনে তাঁর বিষয় ইন্টারন্যাশাল হসপিট্যালিটি ৷ চলতি বছর এপ্রিলে তিনি পা দিয়েছেন ১৯-এ৷ অজয় ও কাজলের মেয়ের জন্ম ২০০৩ সালে ৷ এর আগে তাঁর পড়াশোনা সিঙ্গাপুরের স্কুলে ৷
View this post on Instagram
আরও পড়ুন : পলিসিস্টিক ওভারি সিন্ড্রোমে আক্রান্ত শ্রুতি গুরুতর অবস্থায় হাসপাতালে? উত্তর দিলেন কমল-কন্যা নিজেই
View this post on Instagram
আরও পড়ুন : এ রকম নিষ্ঠুর মৃত্যু যেন আর দেখতে না হয়, কন্যাসমা মহুয়ার মৃত্যুতে বলেন তরুণ মজুমদার
অজয় দেবগণ জানিয়েছেন তিনি নিশ্চিত নন নাইসা বলিউডে কেরিয়ার তৈরি করতে চান কিনা ৷ এখনও অবধি নাইসা বিনোদন জগতে আসার কোনও আগ্রহ দেখাননি৷ তবে সময়ের সঙ্গে সঙ্গে হয়তো পরিবর্তন হতে পারে তাঁর ইচ্ছেয়৷ বলছেন অজয় ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ajay Devgan, Nysa Devgan