Basabdatta Chatterjee on Tarun Majumdar : উত্তমকুমার নিজে থেকে বিনা পারিশ্রমিকে অভিনয় করেছিলেন তাঁর ছবিতে, বাসবদত্তার পোস্টে উজ্জ্বল তরুণ মজুমদারের ব্যাপ্তি

Last Updated:

Basabdatta Chatterjee on Tarun Majumdar : শোকবার্তা জানিয়েছেন বাসবদত্তা চট্টোপাধ্যায় ৷ সামাজিক মাধ্যমে মন ছুঁয়ে যাওয়া এক শোকবার্তা পোস্ট করেছেন তিনি ৷

সামাজিক মাধ্যমে মন ছুঁয়ে যাওয়া এক শোকবার্তা পোস্ট করেছেন তিনি
সামাজিক মাধ্যমে মন ছুঁয়ে যাওয়া এক শোকবার্তা পোস্ট করেছেন তিনি
কলকাতা : পরিচালনার পাশাপাশি তরুণ মজুমদারের শিক্ষক সত্তার কথা বার বার উঠে এসেছে তারকাদের স্মৃতিচারণায় ৷ সেই সুরে শোকবার্তা জানিয়েছেন বাসবদত্তা চট্টোপাধ্যায়ও ৷ সামাজিক মাধ্যমে মন ছুঁয়ে যাওয়া এক শোকবার্তা পোস্ট করেছেন তিনি ৷ বাংলা বিনোদন জগতের জনপ্রিয় এই অভিনেত্রী লিখেছেন ‘‘ মানুষটি নিজেই ছিলেন বাংলা সিনেমা জগতের আদর্শ প্রতিষ্ঠান । শুধু এক দক্ষ পরিচালকই নন, অভিনেতা-অভিনেত্রীদের সময়ানুবর্তিতার শিক্ষাও দিতেন ।’’ বাসবদত্তার কথায়, সময়ের অপব্যবহার নয়, তরুণ মজুমদার বুঝিয়ে দিতেন নির্দিষ্ট সময়ে শ্যুটিঙের জায়গায় পৌঁছনোটাও একজন অভিনেতার পালনীয় কর্তব্য ৷ এমন শিক্ষা দেওয়ার মানুষ আজ বড় কম, উপলব্ধি অভিনেত্রীর ৷
তাঁর পোস্টে উঠে এসেছে তরুণ মজুমদারের আকাশছোঁয়া জনপ্রিয়তা তথা কাজের ব্যাপ্তির কথাও ৷ বাসবদত্তা স্মৃতিচারণা করেছেন, স্বয়ং উত্তমকুমার নিজে থেকে তরুণ মজুমদারের পরিচালনায় কাজ করতে চেয়ে ইচ্ছেপ্রকাশ করেছিলেন ৷ তিনি বিনা পারিশ্রমিকে কাজ করেছিলেন ‘চাওয়া পাওয়া’ ছবিতে ৷ প্রসঙ্গত কেরিয়ারের শুরুতে তরুণ মজুমদার যখন সহকারী পরিচালক হিসেবে কাজ করতেন, তখনই তাঁর সঙ্গে আলাপ উত্তমকুমার এবং সুচিত্রা সেনের ৷ দু’জনেই তাঁকে বলেছিলেন যদি তিনি নিজে কোনওদিন ছবি করেন, তাহলে তাঁদের যেন বলেন ৷ তাঁরা দু’জনেই আগ্রহী ছিলেন তরুণ মজুমদারের পরিচালনায় অভিনয় করতে ৷
advertisement
দুই তারকার সেই আগ্রহ মনে ছিল তরুণ মজুমদারের ৷ পরিচালনায় এসে প্রথম ছবিটিই তিনি করেছিলেন উত্তম সুচিত্রাকে জুটি করে ৷ তবে তখনও তরুণ মজুমদার একক পরিচালক নন ৷ তাঁরা পরিচালকত্রয়ী ৷ দিলীপ মুখোপাধ্যায়, শচীন মুখোপাধ্যায় এবং তরুণ মজুমদারের পরিচালনা জুটির নাম ছিল ‘যাত্রিক’৷ ১৯৫৯ সালে মুক্তি পায় যাত্রিক গোষ্ঠীর ‘চাওয়া পাওয়া’ ৷ বক্স অফিসে সুপারহিট হয়েছিল এই ছবি ৷ ১৯৬২ সালে এই গোষ্ঠীর পরিচালিত মুক্তিপ্রাপ্ত ‘কাচের স্বর্গ’-ও ছিল বক্স অফিস সফল ৷ এর পরের বছরই অবশ্য ভেঙে যায় ‘যাত্রিক গোষ্ঠী’৷ একক পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তরুণ মজুমদার ৷ এবং তাঁকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ৷
advertisement
advertisement
আরও পড়ুন : ‘অপরাজিত’ দেখে আবেগতাড়িত হয়ে পড়েন, অক্সফোর্ডে অনীকের মনে পড়ছে আইসিইউ-তে যোদ্ধা ‘চিরতরুণ’কে
প্রথম ছবির পর অবশ্য তারকার আলোকবৃত্ত থেকে দূরেই ছিলেন তরুণ মজুমদার ৷ বাংলা সাহিত্যনির্ভর চিত্রনাট্য, বলিষ্ঠ চিত্রনাট্য, অসাধারণ সুর এবং অনবদ্য চরিত্রাভিনেতাদের দিয়ে একের পর এক মণিমুক্তোসম ছবি উপহার দিয়ে তিনি সাজিয়েছেন বাংলা চলচ্চিত্রকে ৷ তিনি চলে গিয়েছেন ৷ তাঁর কাজের মধ্যে দিয়েই এখন পাওয়া যাবে তাঁকে ৷ কিন্তু তাঁর কাছ থেকে ভাল কাজ চাওয়ার যেন কোনও শেষ নেই ৷ সকলের সেই আর্তি ফুটে উঠেছে বাসবদত্তার পোস্টেও ৷ তিনি লিখছেন, ‘‘আপনার থেকে ভালো কাজ চাওয়ার বোধহয় কোনো শেষ নেই, শুধু পাওয়ার আশা এখন আর করা যাবে না। তবে আপনার তৈরি সিনেমাগুলোই বারবার সমৃদ্ধ করবে আপামর দর্শককে।’’
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Basabdatta Chatterjee on Tarun Majumdar : উত্তমকুমার নিজে থেকে বিনা পারিশ্রমিকে অভিনয় করেছিলেন তাঁর ছবিতে, বাসবদত্তার পোস্টে উজ্জ্বল তরুণ মজুমদারের ব্যাপ্তি
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement