Anik Dutta on Tarun Majumdar : ‘অপরাজিত’ দেখে আবেগতাড়িত হয়ে পড়েন, অক্সফোর্ডে অনীকের মনে পড়ছে আইসিইউ-তে যোদ্ধা ‘চিরতরুণ’কে

Last Updated:

Anik Dutta on Tarun Majumdar : সোমবার সুদূর অক্সফোর্ডে তাঁর ঘুম ভাঙল নবতিপর পরিচালকের প্রয়াণ সংবাদে ৷

‘অপরাজিত’ দেখার পর আবেগতাড়িত হয়ে পড়েন তরুণ মজুমদার
‘অপরাজিত’ দেখার পর আবেগতাড়িত হয়ে পড়েন তরুণ মজুমদার
কলকাতা : ইংল্যান্ডের উদ্দেশে রওনা হওয়ার আগের দিন হাসপাতালে অসুস্থ তরুণ মজুমদারের সঙ্গে দেখা করে এসেছিলেন অনীক দত্ত ৷ আর, সোমবার সুদূর অক্সফোর্ডে তাঁর ঘুম ভাঙল নবতিপর পরিচালকের প্রয়াণ সংবাদে ৷ শোকের আবহে প্রবাসে বার বার শেষ সেই সাক্ষাতের কথা মনে পড়ছে ‘অপরাজিত’-র পরিচালকের ৷  তরুণ মজুমদার তখন হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে রোগশয্যায় ৷ শক্তির শেষ বিন্দু দিয়ে লড়াই করছেন ৷ শুধু অসুখেই নয় ৷ তিনি আজীবন যোদ্ধা ৷ মনে করেন অনীক ৷ স্মৃতি-অর্ঘ্যে লিখেছেন ‘‘ আমাদের ইন্ডাস্ট্রিতে মুষ্টিমেয় সাহসীর মধ্যে তিনি অন্যতম ৷’’ তরুণ মজুমদারের দৃঢ় মনোভাবের কথাও তুলে ধরেছেন অনীক ৷
খুব কয়েকজনকেই নিজের অভিভাবকের স্থান দেন অনীক ৷ তাঁদের মধ্যে অন্যতম তরুণ মজুমদার ৷ প্রয়াত পরিচালক অনীকের কাছে ছিলেন শেষ মোহিকানদের প্রতিভূ ৷ চলে যাওয়ার দু এক মাস আগেই প্রেক্ষাগৃহে গিয়েছিলেন প্রবীণ তরুণ ৷ অনীক পরিচালিত সত্যজিৎ-শ্রদ্ধার্ঘ্য ‘অপরাজিত’ দেখতে ৷ তার জন্য নিজেকে সৌভাগ্যবান বলে মনে করেছেন অনীক ৷ ছবি দেখার পর আবেগতাড়িত হয়ে পড়েন তরুণ মজুমদার ৷ বেশ কিছু ক্ষণ ধরে ছিলেন অনীকের হাত ৷ অনীকের লিখছেন, ‘‘আমি জানি না যে তাঁর উচ্ছ্বসিত প্রশংসা, স্নেহ এবং আশীর্বাদের আমি যোগ্য কি না ৷’’
advertisement
advertisement
আরও পড়ুন :  প্রিয় পরিচালকের মৃত্যু সংবাদে মনখারাপ বিদেশে, শোকগ্রস্ত ঋতুপর্ণা মনে মনে কলকাতাতেই
সুখস্মৃতির পাশাপাশি অনীক ভোলনেনি তিক্ততাও ৷ যে তিক্ততার মধ্যে জীবনের শেষ কয়েক বছর কাটাতে হয়েছিল জনপ্রিয় ঘরানার ছবি করে চার বার জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে ৷ যে অবহেলা ও অশ্রদ্ধার মধ্যে শেষ কয়েক বছর তরুণ মজুমদার কাটিয়েছিলেন, সেই প্রসঙ্গও উঠে এসেছে অনীকের শোকবার্তায় ৷ নিছক শোকপ্রকাশন নয় ৷ অনীকের পোস্টে আছে প্রতিশ্রুতিও ৷ তিনি লিখেছেন ‘‘ আমার যথাসাধ্য দিয়ে, তাঁর সকল অনুরাগীর সঙ্গে মিলে চেষ্টা করব তাঁর ছবিগুলি সংরক্ষণ করতে এবং তাঁকে তাঁর প্রাপ্য যথাবিহিত শ্রদ্ধা জানাতে ৷’’
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Anik Dutta on Tarun Majumdar : ‘অপরাজিত’ দেখে আবেগতাড়িত হয়ে পড়েন, অক্সফোর্ডে অনীকের মনে পড়ছে আইসিইউ-তে যোদ্ধা ‘চিরতরুণ’কে
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement