Nusrat Jahan Travel Look: সমুদ্রতটে লাস্যময়ী নুসরত, তাঁর ট্রিপ থেকে সুপার হট লুকে ক্লিনবোল্ড নেটিজেনরা
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
Nusrat Jahan Travel Look: সমুদ্র সৈকতে মাঝে মধ্যেই ছুটি কাটাতে যান নুসরত। পাহাড়ের থেকে বেশি তাঁর সমুদ্রই পছন্দ...
#কলকাতা: নুসরত জাহান! সম্প্রতি 'মহানায়ক' পুরস্কার পেয়েছেন অভিনেত্রী। তাঁকে নিয়ে নতুন কিছু বলার নেই। টলিউডের এই নায়িকার নামটাই তাঁর পরিচয়। নুসরত একা হাতে অনেক কিছু সামলান। সন্তানের দায়িত্ব, অভিনয় সেই সঙ্গে সাংসদ পদ। তবে নুসরতের ভ্রমণের বেশ কিছু ছবি বারবার নজর কাড়ে সোশ্যাল মিডিয়া জুড়ে।
advertisement
advertisement
নুসরতের সাহসী পোস্টে কাঁপছে নেট-দুনিয়া। একের পর এক বোল্ড ছবিতে মারকাটারি নায়িকা! সমুদ্র সৈকতে মাঝে মধ্যেই ছুটি কাটাতে যান নুসরত। পাহাড়ের থেকে বেশি তাঁর সমুদ্রই পছন্দ। সেখানে আকাশ-রঙা বিকিনি টপ ও লেমন ইয়েলো পালাজোতে নজর কেড়েছেন নায়িকা।
advertisement
দু'হাত তুলে আকাশে মেলে ধরেছেন। শরীরী ছন্দে আকাশে আঁকলেন ছবি। ইনস্টাগ্রামে এই ছবি শেয়ার করে নুসরত লেখেন, "ছবি আঁকো আকাশে। নিজের করে তোলো।"এই ছবি সামনে আসতেই ভক্তরা নায়িকার প্রশংসায় মেতেছেন। বহু মানুষ এই ছবিতে লাইক কমেন্ট করেছেন।
advertisement
advertisement
হলুদ বিকিনিতে নেট দুনিয়ার তাপমাত্রা এক ধাক্কায় কয়েকগুণ বাড়িয়ে দিলেন টলিউড অভিনেত্রী নুসরত জাহান। হলুদ বিকিনিতে নুসতর বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। হলুদ টু-পিসে ওপরে স্টাইলিশ নেটের শ্রাগ রয়েছে নুসরতের পরনে। লাল লিপস্টিক, ওভার সাইজ ফ্রেমের সানগ্লাস তাঁকে আরও লাস্যময়ী করে তুলেছে। নতুন বছরের শুরুতে গোয়া গিয়েছিলেন নুসরত এবং যশ। সেখান থেকে নিউ ইয়ার সেলিব্রেশনের একাধিক ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। তবে এই বিকিনি ফোটো সেই সময়ে তুলে রেখেছিলেন যত্নে। মাস দুয়েক পর গোয়ায় তোলা তাঁর হট অবতারের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। ক্যাপশনে নুসরত লিখেছেন, ‘আমাকে সমুদ্রে ফিরিয়ে নিয়ে চলো’।
advertisement
advertisement
অভিনেত্রীর ইনস্টাগ্রাম পোস্ট দেখে যা মনে হয়, অভিনেত্রী মূলত সমুদ্রই পছন্দ করেন। তবে কিছু পাহাড়ের ছবিও উঁকি দিয়েছে মাঝে। তাতেও একইরকম সুন্দরী তিনি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 11, 2022 12:09 PM IST