Rupankar Bagchi : মায়ের জন্মদিন! বেঁচে থাকলে ৭৩ বছরেও ধর্ষণের হুমকি পেতেন আশঙ্কা রূপঙ্করের

Last Updated:

Rupankar Bagchi : মা, তোমার আজ জন্মদিন। তুমি যদি বেঁচে থাকতে তাহলে তোমার বয়স হতো ৭৩।ভালোই হয়েছে তুমি আর নেই মা।নাহলে এই বয়সে ধর্ষণের হুমকি পেতে হয়তো

#কলকাতা: জনপ্রিয় গায়ক কেকে সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছিলেন বাংলার গায়ক রূপঙ্কর বাগচী। আর তার কিছুক্ষণের মধ্যেই প্রয়াত হন কেকে। কেকে মারা যাওয়ার পর রূপঙ্কর বাগচির উপর রাগ যেন কমছেই না জনতার। ৩১ মে থেকেই নেটপাড়ার রোষের মুখে পড়েছেন তিনি। এমনকী, ট্রোল আর আক্রমণের হাত থেকে বাঁচতে পারছে না গায়কের পরিবারও। তবে রূপঙ্করের বয়স্ক মা-কে ধর্ষণের হুমকি দেওয়া যেন সব কিছুর সীমা লঙ্ঘন করে গিয়েছিল তখন।
আজ ১১অগাস্ট, সেই ঘটনার তিনমাস পরে গায়কের ফেসবুক পোস্ট ভীষণই আবেকপূর্ণ। তিনি গান গেয়ে পোস্ট করেছেন একটি ভিডিও। আর ক্যাপশনে লিখেছেন, "মা, তোমার আজ জন্মদিন। তুমি যদি বেঁচে থাকতে তাহলে তোমার বয়স হতো ৭৩।ভালোই হয়েছে তুমি আর নেই মা।নাহলে এই বয়সে ধর্ষণের হুমকি পেতে হয়তো! কারণ তোমার ছেলের নাম রূপঙ্কর। এই গানটি তোমার প্রিয়। তাই তোমার জন্য।"
advertisement
advertisement
সকাতরে ওই কাঁদিছে সকলে... গানের মধ্যেই যেন অনেক উত্তর। সময় অনেকটা বদলেছে। আগের ঘটনাও হয়েছে অনেকটা থিতু। তবে দর্শকরা কেমনভাবে দেখলেন গায়কের মায়ের জন্মদিন উদযাপনের ধরনকে? কমেন্টে এখন অনেকটাই করুণার সুর... কমেন্টে একজন লিখেছেন, "তুমি সব সময় আমার প্রিয়। আর প্রিয় থাকবেও। মাসিমার আত্মার চির শান্তি কামনা করি। যা ঘটে গেছে সেটা ভেবে নিজেকে আর গুটিয়ে রেখনা আমার প্রিয় দাদা। তোমার নতুন অ্যালবাম চাই। অনেক ভালবাসা নিও।" অপর আরেকজন বলেছেন, "সশ্রদ্ধ প্রনাম জানাই মাকে .. উনি আমাদের সবারই মাতৃসমা, তাই ওনার সব ছেলে মেয়েরা সব রকম নোংরামির বিরুদ্ধে কঠিন চোয়াল নিয়ে তাদের ভাই/দাদা রূপঙ্করের পাশে ঠায় দাঁড়িয়ে আছে, থাকবেও চিরকাল .." যদিও কেউ কেউ লিখেছেন, "এখনও পাগলামী করছে"। তবে শিল্পীর কাজ শিল্প। এইসব কঠিন অতীত ভুলে কাজে ফিরেছেন গায়ক।
advertisement
প্রসঙ্গত, কেকে-র অনুষ্ঠান নিয়ে এই উত্তেজনা দেখে প্রবল অসন্তোষ প্রকাশ করেছিলেন রূপঙ্কর। দাবি করেছিলেন, কেকে-র থেকে ঢের ভাল গান করেন কলকাতার শিল্পীরা। বাঙালিরা কেন মুম্বইয়ের গায়ককে নিয়ে মাতামাতি করছেন, এমন প্রশ্নও ছুড়ে দেন তিনি। আর এসব দেখে তাঁর পোস্টের তলাতেই উঠেছে সমালোচনা ঝড়। সেই নিয়ে দীর্ঘদিন তাঁকে সোশ্যাল মিডিয়া থেকে টেলিভিশন মিডিয়ায় বিভিন্ন তর্জার স্বীকার হতে হয়েছে। খুনের হুমকি পর্যন্ত পেতে হয়েছিল গায়ককে।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rupankar Bagchi : মায়ের জন্মদিন! বেঁচে থাকলে ৭৩ বছরেও ধর্ষণের হুমকি পেতেন আশঙ্কা রূপঙ্করের
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement