Sudipta Chakraborty: ফের চমক সুদীপ্তা চক্রবর্তীর পোস্টে! এক ডজন সিনেমা মুক্তির অপেক্ষায় অভিনেত্রী

Last Updated:

Sudipta Chakraborty: পোস্টে তিনি তাঁর সিনেমার নাম এবং পরিচালকদের নামও লিখেছেন। সন্দীপন রায়, সুমন ঘোষ থেকে রাজা চন্দ কে নেই সেই তালিকায়?

#কলকাতা: সুদীপ্তা চক্রবর্তী। মেগা সিরিয়াল থেকে, সিনেমা কিংবা ওটিটি, অভিনেত্রীর অভিনয়গুণে দর্শকরা ইতিমধ্যেই মজেছেন দর্শক। তবে তাঁর সোশ্যাল মিডিয়াও কিন্তু একাধিকবার আলোচ্যের জায়গা হয়ে দাঁড়ায়। পার্থ-অর্পিতাকে নিয়ে তিনি সরব, আবার তিনি নিজের সিনেমা নিয়েও আলোচনা করছেন। সম্প্রতি তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট রীতিমতো হিংসে করার মতোই। তাঁর একডজন কাজের লিস্ট ধরিয়ে দিলেন তিনি।
অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী ফেসবুকে লিখেছেন, "*আমার যে ছবিগুলো মুক্তির অপেক্ষায় আছে...*
আজ সন্ধ্যায়, আমি আমার এক বন্ধুর অনুরোধে আমার সিনেমাগুলির তালিকা লিখছিলাম যেগুলি এখনও মুক্তি পায়নি... এবং আমি এই ১২টি সিনেমার তালিকা নিয়ে এসেছি... একজন অভিনেত্রী হিসাবে, আমি সর্বদা আমার সিনেমাগুলি জনসাধারণের দেখার জন্য মুক্তি পাওয়ার অপেক্ষায় থাকি এবং তাদের প্রতিক্রিয়া,পর্যালোচনা,মন্তব্যের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি।তাই হ্যাঁ, আমি অপেক্ষায় রয়েছি এবং অপেক্ষায় রয়েছি যে এই সমস্ত ছবি শীঘ্রই মুক্তি পাবে। আমি খুবই আশাবাদী 🤞..."
advertisement
advertisement
সেই পোস্টে তিনি তাঁর সিনেমার নাম এবং পরিচালকদের নামও লিখেছেন। সন্দীপন রায়, সুমন ঘোষ থেকে রাজা চন্দ কে নেই সেই তালিকায়? সবাইকে এক এক করে ট্যাগ করে পোস্টটি করেছেন অভিনেত্রী। তিনি পোস্টে আরও বলেন,
advertisement
"সুমন ঘোষের এক হিন্দি ছবি (শিরোনামহীন) যা পোস্ট প্রোডাকশনে রয়েছে
*ব্যাক বেঞ্চার (পোস্ট প্রোডাকশনে): সন্দীপন রায়
*উরাঞ্চু (পোস্ট প্রোডাকশনে): আংশুমান প্রত্যুষের
* মনোহর পান্ডে (হিন্দি, মুক্তির জন্য প্রস্তুত): কৌশিক গাঙ্গুলি
*সার্চিং ফর হ্যাপিনেস (মুক্তির জন্য প্রস্তুত): সুমন ঘোষ
*হার মানা হার (মুক্তির জন্য প্রস্তুত): রাজা চন্দ
*একটি পৃথক আকাশ (হিন্দি, মুক্তির জন্য প্রস্তুত): রাজর্শী দে
advertisement
*মায়া -- (মুক্তির জন্য প্রস্তুত) :রাজর্শী দে
*নীতিশাস্ত্র (প্রকাশের জন্য প্রস্তুত): অরুণাভা খাসনবিস
*তৃতীয় (প্রকাশের জন্য প্রস্তুত): অনিমেষ বোস
* ভূত পরী (মুক্তির জন্য প্রস্তুত): সৌকর্য ঘোষাল
*শুভ নববর্ষ (প্রকাশের জন্য প্রস্তুত): রাজহরশী দে
পরবর্তী মাসে ফ্লোরে গেলে বাকি কাজ শুরু হবে। অপেক্ষায় 😊❤️"
advertisement
প্রসঙ্গত, কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় পার্থ-অর্পিতা নিয়ে সরব হয়েছিলেন তিনি। তিনি সাফ সাফ জানিয়েছিলেন, "ফেসবুকে মিম বানিয়ে, খিল্লি করে, চা এর কাপে তুফান তুলে হালকা আলোচনার বিষয় এটা নয়। বিষয় টা লজ্জ্বার। বিষয় টা রাগের। চোখের সামনে রোজ দেখছি তাজা কিছু ছেলেমেয়েকে অভিনয় শিখে, অভিনয় চর্চা করে, নিজেকে তৈরি করার অক্লান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। কাজ পাবার চেষ্টা চালিয়ে যাচ্ছে নিজের সম্মান বজায় রেখে। কাজ করছেও যেটুকু যা পাচ্ছে। এরা তাহলে কী? অভিনেতা নয়? অভিনেত্রী নয়?"
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sudipta Chakraborty: ফের চমক সুদীপ্তা চক্রবর্তীর পোস্টে! এক ডজন সিনেমা মুক্তির অপেক্ষায় অভিনেত্রী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement