Lokkhi Chhele Shooting: 'লক্ষ্মী ছেলে'-র সেটে তৈরি হল গোটা একটা মেলা! বাস বোঝাই করে দূর গাঁয়ের লোক এল তাতে
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
Lokkhi Chhele Shooting: গ্রামের লোকেরাই সেখানে আসছেন, কেনাকেটা করছেন, দূরের গ্রাম থেকে বাসে করে এসে তাঁরা শ্য়ুটিং করছেন...
#কলকাতা: দু'বছর আগে লক্ষ্মী পুজোর দিনই প্রকাশ্যে এসেছিল 'লক্ষ্মী ছেলে'-র পোস্টার। ছবির মুক্তি পাচ্ছে ২৬ অগস্ট। এই প্রথম ছেলে উজান গঙ্গোপাধ্যায় নায়ক, এবং পরিচালক বাবা কৌশিক গঙ্গোপাধ্যায়। তবে পরিচালকের এই গল্প নেহাতই চিত্রনাট্য নয়, সত্য ঘটনা অবলম্বনেই তৈরি। পোস্টারে উজানের কোলে এক শিশুকন্যা। তার চারটে হাত। এই মেয়েকে ঘিরেই এগোবে ছবির গল্প।
কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি। তাতে রিসার্চ থাকবে না, ধামাকা থাকবে না, থাকবে না কোনও মাটির টান... হয় নাকি? একেবারেই না সম্প্রতি সোশ্যাল মিডিয়া শিবপ্রসাদ মুখার্জি এক ভিডিও পোস্ট করেছেন এবং ক্যাপশনে লিখেছেন, "একেই বলে শুটিং। জয় হোক সিনেমার। সাবাস টিম "লক্ষীছেলে"।"
advertisement
advertisement
ভিডিওতে দেখা যাচ্ছে বড় আকারের একটি মেলা তৈরি হয়েছে। পুরুলিয়ার কাঁড়ামাড়া গ্রামে করা হয়েছে মেলাটি। প্রয়োজন ছিল ছবির জন্যই এটির। গ্রামের লোকেরাই সেখানে আসছেন, কেনাকেটা করছেন, দূরের গ্রাম থেকে বাসে করে এসে তাঁরা শ্য়ুটিং করছেন... এমনটাই জানালেন কৌশিক। তিনি আরও বলেন, “প্রায় দু’ হাজার শিল্পী নিয়ে আমরা কাজ করেছি। এত বড় ক্যানভাসে, এরকম একটা বিষয় নিয়ে ছবি করা একেবারেই সহজ ছিল না। শিবু (শিবপ্রসাদ) ও নন্দিতাদি পাশে না থাকলে ‘লক্ষ্মী ছেলে’ হতই না”।
advertisement
আরও পড়ুন: ফের জিয়াগঞ্জের পাশে অরিজিৎ! বিনামূল্যে ইংরেজি শিক্ষার কোচিং সেন্টার খুলছেন স্থানীয়দের জন্য
প্রসঙ্গত, নিজের প্রতি উদাসীন, এলোমেলো জীবন যাপনে অভ্যস্ত একটি মানুষের কাহিনি। প্রথমবার বাবার হাত ধরে বড়পর্দায় আসছেন উজান। তবে শুধুমাত্র প্রথমবার উজানের নয়, কৌশিকেরও। কারণ এই প্রথমবার শিবপ্রসাদ-নন্দিতার প্রযোজনা সংস্থার ব্যানারে ছবি তৈরি করছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। প্রসঙ্গত, উজানের ডেবিউ ছবি 'রসগোল্লা'-রও প্রযোজক শিবু-নন্দিতা। তরুণ প্রজন্মকে নিয়ে গল্প বাঁধছেন পরিচালক।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 11, 2022 9:38 AM IST